For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এ পুজোর ছুটি টানা ১৬ দিন! কীভাবে প্ল্যান করবেন, দেখে নিন তালিকা

২০২১-এ পুজোর ছুটি টানা ১৬ দিন! কীভাবে প্ল্যান করবেন, দেখে নিন তালিকা

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে। মাঝে মধ্যেই রয়েছে টানা ছুটি। তার মধ্যে পুজোর ছুটি টানা ১৬ দিনের। সামনের বছর অর্থাৎ ২০২১-তে টানা ১৬দিন পুজোর ছুটি মিলবে, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নবান্ন থেকে।

পুজোর ছুটি

পুজোর ছুটি

পুজোর ছুটি শুরু ১১ অক্টোবর, সোমবার। অফিস খুলবে ২৫ অক্টোবর সোমবার। তার আগে রয়েছে শনিবার ও রবিবারের ছুটি। একেবারে টানা ১৬ দিন।

কালীপুজো-ভ্রাতৃদ্বিতীয়া

কালীপুজো-ভ্রাতৃদ্বিতীয়া

কালী পুজো ও ভাইফোঁটা মিলিয়ে ৪ থেকে ৬ নভেম্বর পরপর তিনদিন ছুটি। তার পরেই রয়েছে ছটপুজোর জন্য পরপর দুদিন ছুটি। ৯ ও ১০ নভেম্বর।

সরস্বতী পুজোর ছুটি

সরস্বতী পুজোর ছুটি

ফেব্রুয়ারিতে ১৬ তারিখ মঙ্গলবার এবং ১৭ তারিখ বুধবার পরপর ছুটি রয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে এই ছুটি দেওয়া হয়েছে। মাঝে যদি ১৫ ফেব্রুয়ারি কেউ ছুটি নিতে পারেন, তাহলে পরপর ৫ দিন ছুটি হয়ে যাবে। সরকারি কর্মীরা ছুটি কাটিয়ে আসতে পারেন অন্য কোথাও।

হোলির ছুটি

হোলির ছুটি

মার্চে শনি, রবি ও হোলি মিলিয়ে পরপর ৩ দিন ছুটি। ২৯ মার্চ হোলি সোমবার। তার আগে শনিবার ছুটি। রবিবার এমনিতেই ছুটি। সেদিন দোলও বটে।

ইদের ছুটি

ইদের ছুটি

ইদুলফিতর শুক্রবার, ১৪ মে । ফলে শনি, রবি মিলিয়ে পরপর তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।

 রথযাত্রার ছুটি

রথযাত্রার ছুটি

সামনের বছরে রথযাত্রা ১২ জুলাই, সোমবার। ফলে শনি, রবি ও সোম পরপর ৩ দিন ছুটি। কোথাও বেড়ানোর প্ল্যান করে নিতেই পারেন।

জন্মাষ্টমীর ছুটি

জন্মাষ্টমীর ছুটি

জন্মাষ্টমীর ছুটি, ৩০ অগাস্ট, সোমবার। ফলে শনি, রবি ও সোমবার পরপর তিনদিন ছুটি।

২০২১-এর ছুটির তালিকা প্রকাশ মমতার সরকারের, হিসেবটা দেখলে মন ভরে যাবে খুশিতে২০২১-এর ছুটির তালিকা প্রকাশ মমতার সরকারের, হিসেবটা দেখলে মন ভরে যাবে খুশিতে

English summary
Mamata Banerjee’s government informs Puja vacation is 16 days in 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X