For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সরকারের বড় পদক্ষেপ করোনা মোকাবিলায়, কলকাতার ১১২টি রাস্তা কনটেইনমেন্ট এরিয়া

করোনা আতঙ্কের মধ্যে দিনভর উত্তাপ ছড়িয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত। রাজ্যে জোড়া কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী কড়া জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Google Oneindia Bengali News

করোনা আতঙ্কের মধ্যে দিনভর উত্তাপ ছড়িয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত। রাজ্যে জোড়া কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী কড়া জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রথমে টুইট তারপর চিঠি লিখে সেই জবাব দেওয়ার পাশাপাশি রাজ্য এদিন সিদ্ধান্ত নেয় কলকাতা গুরুত্বপূর্ণ বহু রাস্তাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করার।

মমতার বড় পদক্ষেপ! করোনা মোকাবিলায় ১১২টি রাস্তা চিহ্নিত

সোমবার কলকাতা পুরসভার ৫৬টি ওয়ার্ডের ১২২টি রাস্তাকে কনেটইনমেন্ট করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। কেন্দ্রের প্রতিনিধি দল আসার দিনেই এই সিদ্ধান্ত নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যের করোনা সংক্রমিত এলাকাগুলোকে তিন ভাগে ভাগ করে কনটেইমেন্টের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য।

করোনা সংক্রমিত এলাকাগুলোকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম ভাব গল হটস্পট, দ্বিতীয় ভাগ ক্লাস্টার জোন। আর তৃতীয়ভাগ হল কনটেইমেন্ট এরিয়া। যে সব এলাকা করোনার আঁতুড়ঘর হয়ে উঠেছে সেটা হটস্পট, কম রোগী সেটা ক্লাস্টার আর যেখানে এক আধজন রোগী সেটা কনেটেইনমেন্ট এরিয়া।

এই কনটেইনমেন্ট এরিয়াতে রাস্তা ঘিরে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। মানুষদজেনর বাইরে থেকে ঢোকা নিষিদ্ধ। এমন ১১২টি রাস্তা চিহ্নিত করা হয়েছে। মোট ৫৬টি ওয়ার্ডে এই ১১২টি রাস্তা রয়েছে।

English summary
Mamata Banerjee’s government indicates 112 streets as a containment area due to corona infection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X