For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রতিকূলতার মধ্যেও বেতন বৃদ্ধি! জুনিয়র ডাক্তারদের পাশে মমতার তৃণমূল সরকার

করোনার প্রতিকূলতার মধ্যেও বেতন বৃদ্ধি! জুনিয়র ডাক্তারদের পাশে মমতার সরকার

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রতিকূল প্রভাবের মধ্যেও বেতন বাড়ল বাংলার জুনিয়র চিকিৎসকদের। সোমবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। এই বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবে রাজ্যের ১০ হাজার জুনিয়র চিকিৎসক। করোনা সংক্রমণের এই কঠিন পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের প্রশংসা করেছিলেন মমতা। তারপরই বাড়ল বেতন।

বেতনবৃদ্ধি কার কত?

বেতনবৃদ্ধি কার কত?

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, ইন্টার্নরা মাসে বেতন পান ২৩ হাজার ৬২৫ টাকা। এখন তা বাড়িয়ে করা হচ্ছে ২৮ হাজার ৫০ টাকা। হাসপাতালের হাউজ স্টাফদের বেতন বেড়ে হচ্ছে ৩৮ হাজার ৪৯১ টাকা থেকে ৪৩ হাজার ৭৮১ টাকা। ডাক্তারি পড়ুয়ারা পোস্ট গ্র্যাজুয়েটদের ট্রেনিংয়ের প্রথম বর্ষের ভাতা ছিল ৩৮ হাজার ৩৯১ টাকা। এখন তা বেড়ে হল ৪৩ হাজার ৭৫৮ টাকা।

মুখ্যমন্ত্রীর প্রশংসা জুনিয়র ডাক্তারদের

মুখ্যমন্ত্রীর প্রশংসা জুনিয়র ডাক্তারদের

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের প্রশংসা করে বলেছিলেন, এই করোনা পরিস্থিতিতে অসাধ্য সাধ করছেন তাঁরা। সামনের সারিতে দাঁড়িয়ে তাঁরা করোনা প্রতিরোধে লড়াই করছেন। হাতে কলমে শিক্ষা পেতে এসে তাঁরা করোনার মতো সাংঘাতিক ব্যাধির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।

শিখতে এসেই ডাক্তারি, মর্যাদা সরকারের

শিখতে এসেই ডাক্তারি, মর্যাদা সরকারের

জুনিয়র ডাক্তাররা এমবিবিএস পড়ছেন। তাঁরা হাতে নাতে শিখতে ডিগ্রিলাভের আগে কাজে যোগ দেন। এক একটা ইউনিটে চার-পাঁচজন করে জুনিয়র চিকিৎসক থাকেন। কখনও কখনও রবিবারেও হাসপাতালে কাজ করতে হয় জুনিয়র ডাক্তারদের। আউটডোরেও তাঁরা গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেন।

ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের পাশে সরকার

ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের পাশে সরকার

করোনার প্রভাব দিন দিন বাড়ছে রাজ্যে। এই অবস্থায় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন ডাক্তাররা। রাজ্য সরকারে করোনা সংক্রমণ রুখতে গিয়ে প্রথম থেকেই চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াচ্ছে। তাঁদের বিমা সংক্রান্ত সুবিধা দেওয়া হয়েছে আগে। এবার জুনিয়র চিকিৎসকদের বেতন বাড়িয়ে পাশে থাকার বার্তা দিল সরকার।

কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত তিন হাজার ছুঁই ছুঁই, বাংলায় বাড়ছে উদ্বেগকলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত তিন হাজার ছুঁই ছুঁই, বাংলায় বাড়ছে উদ্বেগ

English summary
Mamata Banerjee’s government decides to increase salary of junior doctors. Health department’s state minister Chandrima Bhattachariya announces this,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X