For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় সেরার সম্মান ছিনিয়ে নিল মমতার বাংলা, রাজধানীর মঞ্চে পুরস্কৃত রাজ্য

ফের দেশসেরা বাংলা। মমতার বাংলা সম্মানিত হল জাতীয় স্তরে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত খাদ্যসাথী প্রকল্প পেল সেরার সম্মান।

  • |
Google Oneindia Bengali News

ফের দেশসেরা বাংলা। মমতার বাংলা সম্মানিত হল জাতীয় স্তরে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত খাদ্যসাথী প্রকল্প পেল সেরার সম্মান। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে রাজ্য সরকারকে সম্মানিত করা হয়েছে। বাংলা পেয়েছে স্কচ অ্যাওয়ার্ড। দেশের ২৫৯টি প্রকল্পের মধ্যে সেরার সেরা হয়েছে খাদ্যসাথী প্রকল্প। এই প্রকল্পকে দেওয়া হয়েছে প্ল্যাটিনাম সম্মান।

জাতীয় সেরার সম্মান ছিনিয়ে নিল মমতার বাংলা, রাজধানীর মঞ্চে পুরস্কৃত রাজ্য

দেশের সেরা ২৫৯টি প্রকল্পকে অর্ডার অফ মেরিটের ভিত্তিতে সাজানো হয়েছিল। সেই তালিকায় সবার আগে স্থান করে নিয়েছে খাদ্যসাথী। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন 'সবার জন্য খাদ্য'। রাজ্য সরকারের সেই সংকল্পই সেরার শিরোপা এনে দিল বাংলাকে। রাজ্যবাসীকে খাদ্যের সুরাহা দিয়ে তৃণমূল সরকার হল দেশসেরা।

এবার রাজ্যের দুটি প্রকল্পে বিশ্বসেরার তালিকায় প্রথম পাঁচে রয়েছে। উৎকর্য বাংলা ও সবুজ সাথী স্থান পেয়েছে রাষ্ট্রসংঘের বিচারে। এর আগে কন্যাশ্রী বিশ্বখেতাব জিতে নিয়েছিল। কন্যাশ্রী হয়ে উঠেছিল বিশ্বশ্রী। আবার বিশ্বশ্রী খেতাব প্রাপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলা।

তার আগে বাংলার প্রকল্প জাতীয় সেরার স্বীকৃতি পেয়ে গেল। এই প্রাপ্তি লোকসভা নির্বাচনের আগে বাংলার মুকুটে আরও একটি পালক যোগ করে দিল। ভোটের আগে জাতীয় স্তরের এই সম্মান তৃণমূলকে বেশ কয়েক কদম এগিয়ে দিল রাজ্য, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

English summary
Mamata Banerjee’s Bengal wins the best award with Khadya Sathi project. Khadya Sathi project gets national award,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X