For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে ‘বুলবুল’, 'সুপার সাইক্লোনে'র মোকাবিলায় ৭ দফা ব্যবস্থা মমতার প্রশাসনের

‘বুলবুল’ সুপার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। দুর্যোগের ঘনঘটা বাংলায়। জারি করা হয়ে রেড অ্যালার্ট। হাওয়া অফিসের বার্তার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কড়া ব্যবস্থা নিল।

  • |
Google Oneindia Bengali News

'বুলবুল' সুপার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। দুর্যোগের ঘনঘটা বাংলায়। জারি করা হয়ে রেড অ্যালার্ট। হাওয়া অফিসের বার্তার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কড়া ব্যবস্থা নিল। প্রশাসনের নির্দেশ আসতেই শুরু হয়ে গেল প্রস্তুতি। যুদ্ধকালীন তৎপরতা ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় উপকূলবর্তী জেলা প্রশাসন নেমে পড়ল আসরে।

ধেয়ে আসছে ‘বুলবুল’, সুপার সাইক্লোনের মোকাবিলায় সাত দফা ব্যবস

নবান্নে জরুরি বৈঠকের পর কন্ট্রোল রুম খোলা হয়েছে। একইসঙ্গে নির্দেশ পাঠানো হয়েছে জেলা প্রশাসনগুলিকে। সেই নির্দেশ নামা পাঠানো হয়েছে জেলায় জেলায়।

১. বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ফেরি পরিষেবা।
২. স্কুল ও কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
৩. উদ্ধারের কাজে তৈরি থাকতে বলা হয়েছে ফায়ার, বিএসএনএল ও পুলিশ দফতরকে।
৪. বিপর্যট মোকাবিলা দফতরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
৫. এনডিআরএফকে বিভিন্ন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিভিল ভলান্টিয়ারদের সঙ্গে এসডিআরএফের উদ্ধারকারী দলকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
৬. প্রত্যেক বিডিওকে শেল্টার হাউসে জল ও বিভিন্ন খাদ্যসামগ্রী-সহ ত্রাণ নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
৭. মাটির বাড়ি বা বিপজ্জনক বাড়ি থেকে মানুষকে সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Mamata Banerjee’s administration takes vital steps to confront Cyclone ‘Bulbul’. ‘Bulbul’ can hits on Bengal coast in speed of 120 to 135 kilometer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X