For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার মন্ত্রিসভায় কার কার দফতর বদল হচ্ছে, জল্পনায় যেসব হেভিওয়েট মন্ত্রী

মমতার মন্ত্রিসভায় কার কার দফতর বদল হচ্ছে, জল্পনায় যেসব হেভিওয়েট মন্ত্রী

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভায় নতুন মুখ আনার পাশাপাশি বেশ কিছু হেভিওয়েট মন্ত্রীর দফতর বদল করতে চলেছেন। অনেক হেভিওয়েটের ডানাও ছাঁটবেন তিনি। সেই তালিকার কারা রয়েছেন, কোন কোন দফতরের মন্ত্রীপদে রদবদল হতে চলেছে, তা নিয়ে জল্পনার পরাদ চড়তে শুরু করেছে। একইসঙ্গে কাদের বাদ পড়ার সম্ভাবনা প্রবল তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

ব্যাপক অর্থেই দফতর বদল, প্রায় চূড়ান্ত

ব্যাপক অর্থেই দফতর বদল, প্রায় চূড়ান্ত

সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর মন্ত্রিসভায় ৫-৬ জন নতুন মুখ আসছে। আর বাদ পড়তে চলেছেন ৪-৫ জন। কামরাজ মডেল যে প্রয়োগ করা হচ্ছে না, তা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন আগেই। তবে মুখ্যমন্ত্রী মুখে ছোট রদবদল বললেও, এবার যে ব্যাপক অর্থেই দফতর বদল করা হবে মন্ত্রীদের, তা প্রায় চূড়ান্ত।

যাঁরা কনফার্ম মমতার নয়া মন্ত্রিসভায়

যাঁরা কনফার্ম মমতার নয়া মন্ত্রিসভায়

ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ন-জন চূড়ান্ত হয়ে গিয়েছেন। তার মধ্যে ৮ জনই নতুন মুখ। আর পুরনো মুখ একজন, তাঁকে উন্নীত করা হচ্ছে পূর্ণমন্ত্রী হিসেবে। মোট ৯ জন মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন।

উৎকণ্ঠায় কাটছে অনেক হেভিওয়েট মন্ত্রীর

উৎকণ্ঠায় কাটছে অনেক হেভিওয়েট মন্ত্রীর

এই নতুন মুখদের কাকে কী দফতর দেওয়া হচ্ছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। নতুন ৮ মন্ত্রী শপথ নিচ্ছেন, তাঁদের নিয়ে জল্পনা তো রয়েইছে, মন্ত্রিসভায় কারা বাদ যাচ্ছেন, আর কাদের ডানা ছেঁটে দফতর হস্তান্তরিত হচ্ছে তা নিয়ে জল্পনাও চলছে জোরদার। বুধবার সকাল থকে উৎকণ্ঠায় কাটছে অনেক হেভিওয়েট মন্ত্রীর।

ফিরহাদের দফতর নজরে, বাবুল আসতে পারেন দায়িত্বে

ফিরহাদের দফতর নজরে, বাবুল আসতে পারেন দায়িত্বে

ফিরহাদ হাকিমের হাতে রয়েছে নগরোন্নয়ন, পরিবহণ, আবাসনের মতো গুরুত্বপূর্ণ দফতর। তিনি আবার কলকতার মেয়র ও হিডকোর চেয়ারম্যান। তাঁর দায়িত্ব খানিকটা লাঘব করা হতে পারে। পরিবহণ দফতর তার কাছে থেকে নিয়ে নেওয়া হতে পারে। এই দফতরের মন্ত্রী করা হতে পারে বাবুল সুপ্রিয়কে।

পার্থর জায়গায় শোভন! নতুন কৃষিমন্ত্রী রাজ্যে

পার্থর জায়গায় শোভন! নতুন কৃষিমন্ত্রী রাজ্যে

শোভন চট্টোপাধ্যায়ের হাতে রয়ছে কৃষি দফতর। তাঁর দফতর পরিবর্তন হতে পারে। তাঁকে পরিষদীয় মন্ত্রী করা হতে পারে। আর কৃষি দফতর দেওয়া হতে পারে প্রদীপ মজুমদারকে। তিনি দীর্ঘদিন ঘরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কৃষি উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এবার তিনিই কৃষি দফতরের দায়িত্ব পেতে চলেছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, পরিষদীয় মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

শিক্ষা দফতরে রদবদল সম্ভবনা জোরদার

শিক্ষা দফতরে রদবদল সম্ভবনা জোরদার

আবার শিক্ষ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। তাঁকে সরানোর দাবি উঠছিল অনেকদিন ধরেই। তাঁর মেয়ে অঙ্কিতা চৌধুরীকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যে হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে তাঁকে সরানোর দাবিতে। এখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে স্নেহাশিস চক্রবর্তীকে। আবার এমনও জল্পনা রটেছে শিক্ষা দফতর থেকে সরিয়ে দেওয়া হতে পারে ব্রাত্য বসুকেও। সেক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তী পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ওই দফতরের। তবে সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

সেচমন্ত্রী বদল হচ্ছে, আরও যাদের ঘাড়ে কোপ

সেচমন্ত্রী বদল হচ্ছে, আরও যাদের ঘাড়ে কোপ

সৌমেন মহাপাত্রকে পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে সেচমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। ফের সেচমন্ত্রী হতে পারেন মানস ভুঁইয়া। বিপ্লব রায়চৌধুরীকে ওই দফতর দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। আবার মলয় ঘটকের দফতরও বদল হতে পারে। মন্ত্রিসভা থেকে তিনি বদ পড়তে পারেন বলেও জল্পনা রয়েছে। আবার বদল হতে পারে চন্দ্রিমা ভট্টাচার্যের দফতরও। চন্দ্রিমার উপর রয়েছে অর্থ ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দুটি দফতর। বীরবাহা হাঁসদাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। বদল হতে পারে পঞ্চায়েত ও ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রীও।

মমতার মন্ত্রিসভায় সিলমোহর ৯ জনের নামে! নতুন মুখ হিসেবে কারা হচ্ছেন মন্ত্রীমমতার মন্ত্রিসভায় সিলমোহর ৯ জনের নামে! নতুন মুখ হিসেবে কারা হচ্ছেন মন্ত্রী

English summary
Mamata Banerjee reshuffles various departments in her cabinet speculation about heavyweight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X