For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বিজেপি এগিয়ে! সুজনের প্রশ্নের উত্তরে মমতার কংগ্রেস ছাড়ার ব্যাখ্যাও

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। ভোট কড়চা নিয়ে চো বিবাদ তুঙ্গে উঠলই।

Google Oneindia Bengali News

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। ভোট কড়চা নিয়ে তো বিবাদ তুঙ্গে উঠলই। বিতর্ক বাধল ঐশী ঘোষেক কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ থেকে শুরু করে বিধানসভা ভাঙচুর ইস্যুতেও। বিধানসভায় দাঁড়িয়ে সুজনের যাবতীয় প্রশ্নেরও উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সুজনের প্রশ্ন

সুজনের প্রশ্ন

সুজন চক্রবর্তী বলেন, বামেদের ভোট বিজেপিতে যায়নি, বরং ভবানীপুরে পিছিয়ে পড়েছে তৃণমূল। এরপরই বাদানুবাদ শুরু হয়। কেন ঐশী ঘোষকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সবার অনুমতি দেওয়া হল না, তার জবাব চান সুজন। তিনি বলেন, ঐশী আরএসএস বিরোধী বলেই কি তাঁকে অনুমতি দেওয়া হল না?

মমতার জবাব

মমতার জবাব

এই প্রসঙ্গেই মমতা বলেন, সব এক বুলি আওড়াচ্ছেন, কুৎসা অপপ্রচার চালাচ্ছেন। অবসাদ থেকে রাজনৈতিক দূষণ ছড়াচ্ছেন আপনারা। মমতা উত্তরে বলেন, সৌজন্য বজায় রেখেছি। তাই দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েছি। বেশি জ্ঞান দেবেন না, নিজের চরকায় তেল দিন। মনে রাখবেন আমিও একদিন বিরোধী ছিলাম।

চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

তখনই সুজন বলে ওঠেন, হ্যাঁ, তখনই তো বিধানসভায় ভাঙচুর করেছিলেন। এরপরই গর্জে ওঠেন মমতা। বলেন প্রমাণ দেখান। কোনও ভিডিওতে দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, প্রমাণ করুন, নইলে কথা ফেরত নিন। আর ভবানিপুর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওটা আমাকে বুঝে নিতে দিন।

কংগ্রেস ছাড়ার ব্যাখ্যা

কংগ্রেস ছাড়ার ব্যাখ্যা

মমতা বলেন, আপনি ভবানীপুর ছেড়ে যাদবপুর নিয়ে ভাবুন। গতবার তো লাড্ডু পেয়েছেন। এবার রাজভোগ পাবেন। আপনার যাদবপুরে কেন পিছিয়ে পড়লেন আপনি। সরসব্তী পুজোর দিন বনধ করা নিয়েও খোঁচা দে্ন মমতা। আপনারাও কি সাম্প্রদায়িক তাল খেলার চেষ্টা করছেন না? এদিন কংগ্রেসকেও খোঁচা দেন মমতা। বামেদের সঙ্গে জোট নিয়ে তিনি বলেন, এখন কংগ্রেস নয়, আঞ্চলিক দলই শক্তিশালী। এই জন্যই কংগ্রেস ছেড়েছিলাম।

English summary
Mamata Banerjee replies Sujan Chakraborty’s questions at Assembly. She expresses what should be done Sujan Chakraborty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X