For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের পরিবর্ত খুঁজে পেলেন মমতা! নয়া ভোট-কৌশলী নিয়োগের ভাবনা তৃণমূলে

ঊনিশে বিজেপি-ফিনিশের ডাক দিয়েছিলেন মমতা। কিন্তু লোকসভা নির্বাচনের পর দেখা গিয়েছে উল্টো ফল। বাংলায় বিজেপির উত্থানে ২০২১-এর আগে প্রবল চাপে তৃণমূল কংগ্রেস।

Google Oneindia Bengali News

ঊনিশে বিজেপি-ফিনিশের ডাক দিয়েছিলেন মমতা। কিন্তু লোকসভা নির্বাচনের পর দেখা গিয়েছে উল্টো ফল। বাংলায় বিজেপির উত্থানে ২০২১-এর আগে প্রবল চাপে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনিই ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য দলের কৌশল প্রণয়নে প্রধান ভূমিকা নিতে চলেছেন।

কৌশল নিরূপণে কিশোর

কৌশল নিরূপণে কিশোর

পোল স্ট্রাটজিস্ট প্রশান্ত কিশোর দ্বিতীয়বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে কোন কৌশল নিয়ে তৃণমূল লড়তে পারে, তা নিরূপণ করে দেন তিনি। রাজ্যে ক্ষমতা বলবৎ রাখতে তৃণমূল কোন পথে এগোবে তা চূড়ান্ত করতেই মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নির্বাচনী কৌশল ঠিক করতে

নির্বাচনী কৌশল ঠিক করতে

বৃহস্পতিবার প্রায় দু-ঘণ্টা দু-জনের মধ্যে আলাপচারিতা হয়। এই বৈঠকে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রশান্ত কিশোরকে নির্বাচনের কৌশল ঠিক করতেই নিয়োগ করেছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে তা মানা হচ্ছে না। তৃণমূলের যুক্ত, তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। যদি তিনি নিযুক্ত হন, তাহলে সবাইকে জানিয়েই তা হবে।

তৃণমূলের জন্য কর্মসূচি প্রণয়ন

তৃণমূলের জন্য কর্মসূচি প্রণয়ন

এই বৈঠকে মমতা ও অভিষেক ছাড়াও তৃণমূলের উচ্চপদস্থ আরও বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার এই বৈঠকে তৃণমূলের জন্য কর্মসূচি প্রণয়ন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা পালন করা উচিত, সেই বিষয়ে আলোচনা হয় বলে বিশেষ সূত্রের খবর। প্রশান্ত কিশোরের সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ার পর তিনি সমস্ত বিধানসভা নিয়ে কৌশল নিরূপণ করবেন।

মুকুলের পরিবর্তের খোঁজে

মুকুলের পরিবর্তের খোঁজে

এতদিন তৃণমূলের হয়ে ভোট করে এসেছেন মুকুল রায়। এই প্রথম মুকুল রায় ছাড়া বড় ভোট লড়ল তৃণমূল। তাতেই মুখ থুবড়ে পড়ল তারা। তাই মুকুল রায়ের অভাব দূর করতেই প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা বা ভোট কৌশলী হিসেবে নিয়োগের ভাবনা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

[আরও পড়ুন: সংখ্যালঘু পড়ুয়াদের স্কুলে ডাইনিং হলের ব্যবস্থা! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিলীপ][আরও পড়ুন: সংখ্যালঘু পড়ুয়াদের স্কুলে ডাইনিং হলের ব্যবস্থা! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিলীপ]

[আরও পড়ুন:৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া থাকলেই স্কুলে তৈরি করতে হবে ডাইনিং হল, নির্দেশ দিল রাজ্য সরকার][আরও পড়ুন:৭০ শতাংশের বেশি সংখ্যালঘু পড়ুয়া থাকলেই স্কুলে তৈরি করতে হবে ডাইনিং হল, নির্দেশ দিল রাজ্য সরকার]

English summary
Mamata Banerjee recruits new poll strategist for TMC lieu of Mukul Roy. Mukul Roy was poll strategist of TMC up to 2017. TMC is failed to success without Mukul proved in LS election 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X