For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নয়ন বেশি করেছি বলেই মানতে হল হার! লোকসভায় বিপর্যয়ের পর উপলব্ধি মমতার

তবে কি উন্নয়নের কোনও দাম নেই! লোকসভা নির্বাচনের ফলাফলে বিপর্যয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ঝরে পড়ল অভিমান।

Google Oneindia Bengali News

তবে কি উন্নয়নের কোনও দাম নেই! লোকসভা নির্বাচনের ফলাফলে বিপর্যয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ঝরে পড়ল অভিমান। কালীঘাটে দলের পর্যালোচনা বৈঠকের পর তিনি বলেন, এই নির্বাচন প্রমাণ করে দিল উন্নয়নের কোনও দাম নেই। ভোটের সময় টাকা ছড়ালেই ভোটে জেতা যায়।

উন্নয়ন বেশি করেছি বলেই মানতে হল হার! উপলব্ধি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কার্যত ভোট বিক্রি হয়ে গিয়েছে। উন্নয়নকে মানুষ মনে রাখেনি। এক-একটা পরিবারকে পাঁচ হাজার টাকা করে দিয়েই কার্যসিদ্ধি করে ফেলেচে বিজেপি। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে করায়ত্ত করা হয়েছে, আবার একইসঙ্গে বাম ভোটকেও রামে রূপান্তরিত করা হয়েছে। সবেতেই হয়েছে টাকাল খেলা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আট বছর ক্ষমতায় এসে উন্নয়ন করেছি, মানুষের সঙ্গে থেকেছি, কিন্তু মানুষ সেই উন্নয়নকে দুর্বলতা ভেবেছে। ভোটের সময় যাঁরা টাকা ছড়িয়েছে, তাঁরাই জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার চেয়ারের প্রতি কোনও মোহ নেই। একাধিকবার রেলমন্ত্রীর পদ ছেড়ে চলে এসেছি। এই পদও ছেড়ে দিতে কুণ্ঠা নেই।

মমতা বলেন, আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করতে চেয়ারের কোনও প্রয়োজন নেই আমার। আবার এমনটাও বিশ্বাস করি, আমার চেয়ারের প্রয়োজন না থাকলেও, চেয়ারের প্রয়োজন আছে আমাকে। তাই দলের অনুরোধে এখনও আমি মুখ্যমন্ত্রী। দল আমার প্রস্তাব মানেনি।

মুখ্যমন্ত্রী বলেন, ভোটের জন্য পাঁচ মাস কোনও কাজ করা যায়নি। উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। নির্বাচন কমিশন-সহ বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে টাকা ছড়িয়ে ভোটে জিতছে একটা দল। তাঁর অভিমান, এখন তো মনে হচ্ছে, একটু বেশি করে ফেলেছি। তাই এখন দলটা বেশি করে করব।

English summary
Mamata Banerjee realizes that TMC lost to do overrate development. Mamata Banerjee gives message to Bengal’s people after review meeting of Lok sabha Election result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X