For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কতগুলি আসন পাবে বাংলায়, আলিপুরদুয়ার থেকে স্পষ্ট করলেন মমতা

বিজেপি রাজ্যে দাঙ্গা ছড়াতে চায়। ওরা মানুষের ভোটে জিততে পারবে না। তাই ওরা টাকা দিয়ে মানুষের ভোট কিনতে নেমেছে। ওদের ফাঁদে কেউ পা দেবেন না।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

বিজেপি রাজ্যে দাঙ্গা ছড়াতে চায়। ওরা মানুষের ভোটে জিততে পারবে না। তাই ওরা টাকা দিয়ে মানুষের ভোট কিনতে নেমেছে। ওদের ফাঁদে কেউ পা দেবেন না। শনিবার আলিপুরদুয়ারের বারবিশিয়ায় নির্বাচনী জনসভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি কতগুলি আসন পাবে বাংলায়, জানালেন মমতা

মমতা বলেন, বিজেপি গত বারের ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। ভোট মিটে গেলে পাঁচ বছরে সেই প্রতিশ্রুতি মতো কাজ করেনি। যা উন্নয়ন রাজ্যে হয়েছে তা সবই তৃণমূল সরকারের আমলে। অলিপুরদুয়ারের প্রার্থী দশরথ তিরকেকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, বিজেপি রাজ্যে আসলে ক'টি আসন পাবে।

মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে ৪২টির মধ্যে ৪২টি আসনেই জয়লাভ করবে তৃণমূল। বিজেপি পাবে শূন্য। তা বুঝে গিয়েছেন নিজেরাও। তাই টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে। ওদের ফাঁদে কেউ পড়বেন না। তৃণমূলকে ভোট দিন, তৃণমূল সারা বছর আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।

বিজেপি কতগুলি আসন পাবে বাংলায়, জানালেন মমতা

এদিন অসমের এনআরসি নিয়েও বিজেপিকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২২ লক্ষ মানুষ আজ বিপদের মুখে পড়েছেন। আমাদের সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। আসামের মানুষ আজ বিজেপির থেকে মুখ সরিয়ে নিয়েছে। নির্বাচনী প্রচারে এসে তাই উন্নয়নের কোনও কথা বলতে পারছে না প্রধানমন্ত্রী।

এখন প্রধানমন্ত্রী শুধু বলেছেন, আমি চৌকিদার। কিন্তু মানুষ বলছে 'চৌকিদার চোর হ্যায়'। মমতা বলেন, চা-ওয়ালা এখন চা বানানো ভুলে চৌকিদার সাজতে চাইছেন। আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। তাই বিজেপির কথায় ভুল পথে যাবেন না। মনে রাখবেন এই চৌকিদার ঝুটা হ্যায়, চৌকিদায় লুঠেরা হ্যায়। আমরা মোদীর মতো চৌকিদার চাই না। তাই উল্টে দিন ওঁদের।

English summary
Mamata Banerjee predicts how many seats will BJP get in Lok Sabha Election in Bengal. Mamata attacks BJP and Narendra Modi in vote campaign of Alipurduar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X