For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোর্চা আর তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র, ‘দিল্লির লাড্ডু’ আর নয়! পাহাড়ে সওয়াল মমতার

ওরা ভোটে জিতবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, পাহাড়ের কোনও উন্নয়ন করবে না। আমরা কাজ চাই, উন্নয়ন চাই। নকশালবাড়িতে জনসভা থেকে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

দার্জিলিং আমদের গর্বের আসন। সেই দার্জিলিংয়ে কাজের মানুষ চাই। দিল্লির 'লাড্ডু' চাই না। দিল্লির লাড্ডু নিয়ে আদতে কিচ্ছু হবে না। বিগত ১০ বছর কোনও কাজ হয়নি। ওরা ভোটে জিতবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, পাহাড়ের কোনও উন্নয়ন করবে না। আমরা কাজ চাই, উন্নয়ন চাই। নকশালবাড়িতে জনসভা থেকে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোর্চা আর তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র, ‘দিল্লির লাড্ডু’ আর নয়! পাহাড়ে সওয়াল মমতার

তিনি বলেন, আমরা পাহাড়ের ভুমিপুত্রকে এবার প্রার্থী করেছি। পাহাড়ের এই ভূমিপুত্রই পাহাড়ে উন্নয়ন ঘটাতে পারেন। পাহাড়কে উন্নয়ন দিতে পারি আমরাই। পাহাড়ে বিশ্ববিদ্যালয় করেছি আমরা। দিল্লিক সরকার কিছুই করে দেয়নি। সাংসদ এলাকাতে আসেন না। সাংসদ না থাকলেও, এলাকায় বিধায়ক না থাকলেও দার্জিলিংয়ের উন্নয়নে আমাদের সরকার মুখ ফিরিয়ে নেয়নি।

[আরও পড়ুন:বাংলা কার দখলে, কার ঝুলিতে ক'টি আসন, সাম্প্রতিক সব সমীক্ষার রিপোর্ট একনজরে][আরও পড়ুন:বাংলা কার দখলে, কার ঝুলিতে ক'টি আসন, সাম্প্রতিক সব সমীক্ষার রিপোর্ট একনজরে]

আমাদের প্রার্থীকে সুযোগ দিলে আরও উন্নয়ন হবে। তিনি পাহাড়েই থাকবেন, কারণ তিনি পাহাড়ের বাসিন্দা। কাজের মানুষ। আমি দার্জিলিংয়ের উন্নয়নে একটা মাস্টার প্ল্যান চেয়েছিলাম। যা করতে ছ-মাস লাগে, তা তিনি করে দিয়েছেন মাত্র তিন মাসে। আমি খুব খুশি হয়েছি। এমনই কাজের মানুষ চাই সংসদে। তবেই উন্নতি হবে পাহাড়ের।

সেই কারণেই দার্জিলিংয়ের ভূমিপুত্রকে আমরা বেছে নিয়েছি। মোর্চা ও তৃণমূল মিলে একযোগে তাঁকে আমাদের প্রার্থী করেছি। তাঁকে আমরা জিতিয়ে সংসদে পাঠবো। আর এখানে মোর্চা ও তৃণমূল একসঙ্গে লড়ছে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। পাহাড়ে আমরা কেউ ঝগড়া-বিবাদ চাই না। আমরা চাই শান্তি, চাই উন্নয়ন। যারা অশান্তি করতে চেয়েছিল, তাদের আর আনবেন না। পাহাড়কে আমরা মনের মতো করে গড়ে তুলব। আমাদের সুযোগ দিন

[আরও পড়ুন:'চৌকিদার' ঝুটা হ্যায়, দার্জিলিং থেকে মোদী সরকারকে বদলে দেওয়ার ডাক মমতার ][আরও পড়ুন:'চৌকিদার' ঝুটা হ্যায়, দার্জিলিং থেকে মোদী সরকারকে বদলে দেওয়ার ডাক মমতার ]

এদিন দার্জিলিংয়ের লোকসভা কেন্দ্রের এই নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদী এসে বলেছিলেন বাংলায় কিছু হয়নি। দিল্লিতে কী হয়েছে, আমি তাঁকে জিজ্ঞাসা করি। তিনি কী করেছেন বাংলার জন্য, পাহাড়ের জন্য কী করেছেন তিনি? মোদীবাবু ঝুট বলতা হ্যায়। চৌকিদার ঝুটা হ্যায়।

[আরও পড়ুন: বিজেপির ললিপপ খাবেন না, তৃণমূলকে ভোট দিন, ধুবড়ির জনসভায় অসম জয়ের ডাক মমতার][আরও পড়ুন: বিজেপির ললিপপ খাবেন না, তৃণমূলকে ভোট দিন, ধুবড়ির জনসভায় অসম জয়ের ডাক মমতার]

English summary
Mamata Banerjee pleas for candidate who was inhabitant of Darjeeling, not Delhi. Mamata raises him as developer of Hill,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X