For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের নির্বাচনের মাঝপথে একাকী নিঃসঙ্গ মমতা! পুরনো স্বরূপে ফিরে যাওয়াই কি ভবিতব্য

একুশের নির্বাচনের মাঝপথে একাকী নিঃসঙ্গ মমতা! পুরনো স্বরূপে ফিরে যাওয়াই কি ভবিতব্য

Google Oneindia Bengali News

বিপক্ষে তাবড় তাবড় নেতা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, আবার বাংলার শুবেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মুকুল রায়- কত নাম। পক্ষে শুধু তিনি আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অসম যুদ্ধে মোকাবিলা করতে হচ্ছে নির্বাচন কমিশনেরও। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি একা কুম্ভ।

এটাই ভবিতব্য নয় তো, প্রশ্ন রাজনৈতিক মহলে

এটাই ভবিতব্য নয় তো, প্রশ্ন রাজনৈতিক মহলে

গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন ধর্নায়। রং-তুলি নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদের ছবি। তবু একটা প্রশ্ন উঠে পড়েছে। প্রতিবাদের প্রতীক মমতা এই নির্বাচনের মাঝপথে এসে একাকী নিঃসঙ্গ হয়ে গেলেন না তো। এদিন মোনী প্রতিবাদে তিনি যেন পুরনো স্বরূপে ফিরে গিয়েছেন। এটাই ভবিতব্য নয় তো, প্রশ্ন রাজনৈতিক মহলে।

মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকলেও বিরোধী নেত্রীর প্রতিরূপ

মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকলেও বিরোধী নেত্রীর প্রতিরূপ

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকলেও তিনি বিরোধী নেত্রীর প্রতিরূপ। মঙ্গলবার একা বসে ধরনা-প্রতিবাদ তারই রূপক হয়ে উঠেছে। বিজেপির মতো বিরাট শক্তি যখন তাঁকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, নিজের হাতে গড়ে তোলা সাম্রাজ্যে পায়ের তলায় মাটি হারিয়ে যাচ্ছে। তবু হারের ভ্রুকূটি থাকা সত্ত্বেও একা কুম্ভ হয়ে তিনি লড়ছেন।

দশক পেরিয়ে শাসক মমতা বিরোধী নেত্রীর মেজাজে

দশক পেরিয়ে শাসক মমতা বিরোধী নেত্রীর মেজাজে

মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গ রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন, তা অনস্বীকার্য। তিনি প্রতিকূলতা সত্ত্বেও লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি। যে একাকী আন্দোলন দিয়ে তিনি শুরু করেছিলেন লড়াই, এক দশক পেরিয়ে শাসক মমতাকেও ফের একই ভূমিকায় দেখা যাচ্ছে। এবারও তিনি একা লড়াইয়ের আঙিনায়। ছবিতে তাঁর পাশে কেউ নেই।

বিপক্ষ অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত রণকৌশলী

বিপক্ষ অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত রণকৌশলী

মমতার বিশ্বস্ত সৈনিকরা বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে চলে গিয়েছেন। দলে এই মুহূর্তে বড় মুখ তেমন কেউ নেই। যাঁরা আছেন তাঁরা সে অর্থে প্রচারের মুখ নন। বিপক্ষ অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত রণকৌশলী। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বাংলা দখল করতে তাঁরা পরিকল্পনা করে এগোচ্ছেন। এই অবস্থায় মমতার একা লড়াই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

মমতাকে বিরোধী নেত্রীর মেজাজে ফিরিয়েছে ইসি

মমতাকে বিরোধী নেত্রীর মেজাজে ফিরিয়েছে ইসি

তারপর আরও একটি সম্ভাবনা উসকে দিয়েছে এদিনের প্রতিবাদ। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মমতাকে বিরোধী নেত্রীর মেজাজে ফিরিয়ে দিয়েছে। ভোটের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিতব্যে কী আছে, তা বলবে ভবিষ্যৎই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অলিন্দে ফিরতে পারেন, নাকি বিরোধী নেত্রীর ভূমিকায় তাঁকে ফের দেখা যেতে পারে, তা জানা যাবে একুশের লড়াইয়ের পরেই।

একুশের ভোটে একা কুম্ভ! মমতার মৌনী প্রতিবাদই সহস্র শব্দ হয়ে ঝরে পড়ল বাংলায় একুশের ভোটে একা কুম্ভ! মমতার মৌনী প্রতিবাদই সহস্র শব্দ হয়ে ঝরে পড়ল বাংলায়

English summary
Mamata Banerjee plays opponent leader role being a chief minister against BJP in Bengal Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X