For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুর যখন প্রচারের কেন্দ্রে, লোকসভার আগে সুবিশাল ‘মনুমেন্টে’র পরিকল্পনা মমতার

এবার সিঙ্গুরে হবে শহিদ বেদি। একেবারে একুশে জুলাইয়ের ধাঁচে মনুমেন্ট তৈরির পথে হাঁটছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবার সিঙ্গুরে হবে শহিদ বেদি। একেবারে একুশে জুলাইয়ের ধাঁচে মনুমেন্ট তৈরির পথে হাঁটছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়ে গিয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে ৬ কোটি টাকা ব্যয়ে শহিদ বেদি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারিও হয়ে গিয়েছে। লোকসভা ভোটের মুখে ফের সিঙ্গুর-ইস্যু সামনে তুলে ধরাই লক্ষ্য।

সিঙ্গুর যখন প্রচারের কেন্দ্রে, লোকসভার আগে সুবিশাল ‘মনুমেন্টে’র পরিকল্পনা মমতার

রাজ্যে পালাবদলের আন্দোলন হিসেবে ধরা হয় সিঙ্গুরকে। সিঙ্গুরের জমি আন্দোলনকে তুঙ্গে তুলেই বাম শাসনের অবসান ঘটেছিল। অনিচ্ছুক চাষিদের দাবিকে সমর্থন দিতে গিয়ে আগুন জ্বলেছিল সিঙ্গুরে। শহিদ হয়েছিলেন তাপসী মালিককে। তাপসী মালিকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল সিঙ্গুরের জমি থেকে।

এছাড়া সিঙ্গুরের মাটিতে মমতার ২৬ দিন ধরে অনশন আন্দোলন তো ছিলই। সিঙ্গুরের জমি আন্দোলনের জেরে ২০১১ সালে ক্ষমতা বদল হয়েছিল। ৩৪ বছরের জগদ্দল পাথর বামফ্রন্ট সরকারকে সরিয়ে রাজ্যে সূচনা হয়েছিল পরিবর্তনের সরকারের।
আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই তিনি সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে পেয়েছিলেন বিরাট জয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সিঙ্গুরের জমি ফেরতের নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে। এখন তাই সিঙ্গুরের মাটি পের সবুজ-শস্য শ্যামলা।

[আরও পড়ুন:চপার কেলেঙ্কারিতে 'মিডলম্যান' মিশেলকে হেফাজতে নিল সিবিআই, প্রত্যার্পণের পর শুরু জেরা][আরও পড়ুন:চপার কেলেঙ্কারিতে 'মিডলম্যান' মিশেলকে হেফাজতে নিল সিবিআই, প্রত্যার্পণের পর শুরু জেরা]

তারপর সিঙ্গুর আন্দোলনকে পাঠ্যসূচির আওতায় আনা হয়েছিল। কৃষক আন্দোলন, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের পাশে স্থান পেয়েছিল একবিংশ শতাব্দীর এই কৃষক আন্দোলন তথা জমি আন্দোলন। এই আন্দোলনের স্মারক হিসেবেই মনুমেন্ট বা শহিদ বেদি গড়ে তোলার পরিকল্পনা সরকারের।

[আরও পড়ুন:এক পুত্রের 'খোলা চিঠি' বাবাকে! 'স্বর্গ' থেকে ১০ দিনে এল 'জবাব', নিমেষে ভাইরাল ][আরও পড়ুন:এক পুত্রের 'খোলা চিঠি' বাবাকে! 'স্বর্গ' থেকে ১০ দিনে এল 'জবাব', নিমেষে ভাইরাল ]

৪০ ফুট উঁচু শহিদ বেদি তৈরি করা হবে। এক একর জমিতে তৈরি হবে এই মনুমেন্ট। ৩০০ দিনের মধ্যে এই মনুমেন্ট তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মোট কথা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সিঙ্গুর ফের হয়ে উঠতে চলেছে প্রচারের মূলকেন্দ্র।
উল্লেখ্য, কয়েকদিন আগে বামফ্রন্ট সুবিশাল মিছিল করে। সেই কৃষখ আন্দোলনের সূচনা হয় সিঙ্গুরের মাটি থেকে। বামফ্রন্টের জাঠা সিঙ্গুর থেকে শুরু হয়ে দিল্লি অভিমুখে যাত্রা। সিঙ্গুরের মাটি থেকেই ঘুরে দাঁড়ানোর শপথ নেয় সিপিএম তথা বামফ্রন্ট।

[আরও পড়ুন: লক্ষ্মণ শেঠের তৃণমূলে যোগ নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন মমতা! বাজকূলের সভায় ঘোষণা][আরও পড়ুন: লক্ষ্মণ শেঠের তৃণমূলে যোগ নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন মমতা! বাজকূলের সভায় ঘোষণা]

English summary
CM Mamata Banerjee plans to build monument for memorial of Singur. She orders to build the monument within 300 days,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X