For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিকল্প কর্মসংস্থানের দুয়ার খুলতে উদ্যোগ মমতার, জঙ্গলমহলকে ঘিরে পরিকল্পনার বন্যা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরের প্রথমদিনে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বাতলে দেন কোন পথে রাজ্যে আসতে পারে বিকল্প কর্মসংস্থানের সুযোগ।

  • |
Google Oneindia Bengali News

জঙ্গলমহলে বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর জেলা সফরের প্রথমদিনে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বাতলে দেন কোন পথে রাজ্যে আসতে পারে বিকল্প কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানের নতুন পরিকল্পনায় হোম ট্যুরিজম থেকে শুরু করে কাজু-মাশরুম ও আঙুর চাষে জোর দিলেন তিনি।

বিকল্প পথের সন্ধানে

বিকল্প পথের সন্ধানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কী নেই এ রাজ্যে। সব কিছু আছে বাংলায়। সুযোগ ঠিক ঠিক পরিকল্পনায় সঠিকভাবে সুযোগ কাজে লাগাতে হবে। আর তাই প্রশাসনিক বৈঠকের মধ্যেই খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে কী কী হতে পারে, নতুন কী করার উপযুক্ত পরিবেশ রয়েছে, তা জানার জন্য একে একে প্রশ্ন ছুড়ে দিলেন।

কাজু-মাশরুম-আঙুর চাষ

কাজু-মাশরুম-আঙুর চাষ

জবাব দেওয়ার শুরু হতেই বেরিয়ে এল নানা বিকল্প পথ। যেমন কাজু ও মাশরুম চাষের কথা জানাল প্রশাসন। বেরিয়ে এল আঘুল চাষও হচে পারে জঙ্গলমহলের উর্বর মাটিতে। তাই কাজু, মাশরুমের জন্য যেম আলাদা ক্লাস্টার করার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেননই আঙুর চাষে জোর দেওয়ার কথাও বললেন তিনি। বলেন ফুলচাষের কথাও।

হোম-ট্যুরিজমে জোর

হোম-ট্যুরিজমে জোর

একইসঙ্গে হোম-ট্যুরিজমে জোর দিতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঝাড়গ্রাম একটা ট্যুরিস্ট স্পট। প্রকৃতি সবকিছু ঢেলে দিয়েছে, কেন আমরা তাকে ব্যবহার করব না পর্যটন শিল্পে। তাই আরও বেশি হোম স্টে তৈরির পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিলেন জেলা প্রশাসনকে। তাঁর সরকারে হোম স্টে তৈরিতে বিশেষ উদ্যোগ নেবেন বলেও জানান তিনি।

বাংলার উন্নয়নই লক্ষ্য

বাংলার উন্নয়নই লক্ষ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাঁর সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে তৎপর। বাংলায় অনেক কিছু রয়েছে, কিন্তু এতদিন তা সঠিক কাছে ব্যবহার করা হয়নি। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে সেইসব বিকল্প কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলার উন্নয়ন সাধিত হচ্ছে, সেটাই আমাদের উদ্দেশ্য।

English summary
CM Mamata Banerjee plans alternative way of recruitment in Jangalmahal. She plans for home tourism and various fruit cultivation in Jangalmahal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X