For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার জঙ্গি হামলা কেড়েছে শেষ অবলম্বনটুকুও, দুই শহিদ পরিবারে ফোন মমতার

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ সিআরপিএফ জওয়ান। সেই তালিকায় রয়েছেন বাংলার তিন জওয়ানও।

Google Oneindia Bengali News

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ সিআরপিএফ জওয়ান। সেই তালিকায় রয়েছেন বাংলার তিন জওয়ানও। হাওড়ার উলুবেড়িয়া ও নদিয়ার দুই জওয়ানকেও হারাতে হয়েছে পুলওয়ামা জঙ্গি হামলায়। এদিন হাওড়ার দুই শহিদ জওয়ানের পরিবারে ফোন করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

পুলওয়ামার জঙ্গি হামলা কেড়ে নিল শেষ অবলম্বনটুকুও, দুই শহিদ পরিবারে ফোন মমতার

দুই পরিবারেই বিরাজ করত অভাব। বাড়ির ছেলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর আস্তে আস্তে ফেরে স্বচ্ছলতা। একটু সুখের মুখ দেখতেই অন্ধকার ঘনিয়ে এল দুই পরিবারে। বৃহস্পতিবারের দুপুর কেড়ে নিল দুই পরিবারের অবলম্বনটুকুও। উলুবেড়িয়ার চককাশীতে বাবলু সাঁতরা ও নদিয়ার পলাশিপাড়ায় সুদীপ বিশ্বাসের শহিদ হয়ে গেলেন।

[আরও পড়ুন:প্রস্তুতি সারা, এবার ফিরলেই বিয়ের কথা সুদীপের! সেই অপেক্ষার শেষ হবে না আর][আরও পড়ুন:প্রস্তুতি সারা, এবার ফিরলেই বিয়ের কথা সুদীপের! সেই অপেক্ষার শেষ হবে না আর]

এদিন রাজ্যের দুই জওয়ানের পরিবারের ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফোন করে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই উলুবেডিয়ার বাউড়িয়ায় চককাশীতে শহিদ জওয়ান বাবলু সাঁতরার বাড়িতে যান মন্ত্রী অরূপ রায়, লক্ষ্মীরতন শুক্লা, বিধায়ক পুলক রায় প্রমুখ। এরপর মুখ্যমন্ত্রী ফোন করে কথা বলেন বাবলু সাঁতরার মায়ের সঙ্গে।

[আরও পড়ুন:বারো ক্লাসের পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরে আসেনি আদিল ][আরও পড়ুন:বারো ক্লাসের পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরে আসেনি আদিল ]

হাওড়ার চেঙ্গাইলের চককাশী রাজবাংশীপাড়ায় সেনা জওয়ান শহিদ বাবলু সাঁতরার পরিবারের সদস্যরা এই জঙ্গি হামলার বদলা চান। তাঁরা দাবি করেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে কঠোরভাবে। অপরাধীদের এমন শিক্ষা দিতে হবে, তারা যেন ভুলে না যায়। নদিয়ায় সুদীপ বিশ্বাসের পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশীও চান বদলা। চান পাকিস্তানকে কড়া জবাব দিক ভারত সরকার।

[আরও পড়ুন: পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে, জঙ্গি হামলায় গর্জে উঠছেন শহিদ পরিবারের সদস্যরা][আরও পড়ুন: পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে, জঙ্গি হামলায় গর্জে উঠছেন শহিদ পরিবারের সদস্যরা]

English summary
Mamata Banerjee phones to Martyrs Families after Polwama terror attack. She expresses condolence for the martyr in terrorist attack in Polwama,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X