For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক লাইভ জনসংযোগ দেখাতে হবে নেতাদের! একুশের আগে কড়া বার্তা মমতার

‘দিদিকে বলো’ সাফল্য পেয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। তার জন্য দায়ী কিছু ফাঁকিবাজ নেতা। এবার তাঁদের বেছে নিয়ে নতুন করে কাজে লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

'দিদিকে বলো' সাফল্য পেয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। তার জন্য দায়ী কিছু ফাঁকিবাজ নেতা। এবার তাঁদের বেছে নিয়ে নতুন করে কাজে লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা তৈরি করে জনে জনে ডেকে ফাঁকিবাজদেন কাজ দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের জনসংয়োগের নির্দেশ দেওয়া হল ফেসবুক লাইভ করে।

ফাঁকিবাজ নেতার হদিশ পেল তৃণমূল

ফাঁকিবাজ নেতার হদিশ পেল তৃণমূল

প্রশান্ত কিশোর ভোট কৌশলী হিসেবে তৃণমূলের দায়িত্ব নিয়েই ‘দিদিকে বলো' কর্মসূচি শুরু করেছিলেন। তা করতে গিয়ে জনসংযোগের পাশাপাশি সেই কর্মসূচি সাফল্যের পাশাপাশি বহু ফাঁকিবাজ নেতার হদিশ পেল তৃণমূল। ইতিমধ্যে তাঁদের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

ফাঁকিবাজ চিহ্নিত নেতাদের নতুন কাজ

ফাঁকিবাজ চিহ্নিত নেতাদের নতুন কাজ

এবার ফাঁকিবাজ বলে চিহ্নিত নেতাদের নতুন কাজ দেওয়া হয়েছে, তাঁদের এলাকায় যে সমস্ত কাজ করা থেকে তাঁরা বিরত ছিলেন, সেইসব কাজ বা কর্মসূচি পালন করতে হবে নির্দিষ্ট দিলেন মধ্যে। শুধু সেই কর্মসূচি পালন করলেই হবে না। ফেসবুক লাইভ করে তা দেখাতে হবে শীর্ষ নেতৃত্বকে।

ফাঁকির শাস্তি, ফেসবুক লাইভে জনসংযোগ

ফাঁকির শাস্তি, ফেসবুক লাইভে জনসংযোগ

অর্থাৎ জনসংযোগের নির্দেশ যাঁরা অমান্য করেছেন, তাঁরা যে জনসংযোগে বের হচ্ছেন জনসংযোগ করছেন, তা ফেসবুক লাইভে সব দেখতে চাইছেন দলের শীর্ষ নেতারা। জনসংযোগের লাইভ প্রমাণ দিতে হবে তাঁদের। কেননা দিদিকে বলো সাফল্য পেয়েছে, কিন্তু কিছু নেতার ফাঁকিবাজির জন্য লক্ষ্যমাত্রায় পৌঁছনো যায়নি। তাই সেই লক্ষ্য ছুঁতে বদ্ধপরিকর তৃণমূল।

ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে

ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে

লোকসভা ভোটে আশাতীত ফল করতে না পেরে মুষড়ে পড়া তৃণমূলকে চাঙ্গা করতে ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে শুরু হয়েছিল ‘দিদিকে বলো' কর্মসূচি। সেই কর্মসূচি সাফল্যের পাশাপাশি বহু ফাঁকিবাজ নেতার হদিশ পেল তৃণমূল। ইতিমধ্যে তাঁদের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

'ভারত ধর্মনিরপেক্ষ এবং এবং ভবিষ্যতেও তাই থাকবে', মন্তব্য রাম মাধবের'ভারত ধর্মনিরপেক্ষ এবং এবং ভবিষ্যতেও তাই থাকবে', মন্তব্য রাম মাধবের

English summary
TMC chief Mamata Banerjee orders to leader to do facebook live in ‘Didike Bolo’ campaign before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X