For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বৈঠকে ডাক কংগ্রেস-সিপিএম বিধায়কদের! কীসের ইঙ্গিত রাজ্য-রাজনীতিতে

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দল গুছিয়ে নিতে চাইছেন মমতা। কোথাও যাতে কোনও খামতি না থাকে, সে ব্যাপারে নিশ্চিত হয়েই নির্বাচনের রণকৌশল তৈরি করে নিতে চাইছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়কে হারিয়ে এখন দল গোছাতে ময়দানে নেমে পড়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কোর কমিটির বৈঠকের আগেই তৃণমূল সুপ্রিমোর নির্দেশে অন্যরকম ইঙ্গিত। তিনি কংগ্রেস-সিপিএমের দলছুট বিধায়কদের বৈঠকে হাজির থাকাতে নির্দেশ দিয়েছেন। শুধু দলছুটরাই নন, এখনও দল ছাড়েননি এমন দু-একজনের কাছেও এমন বার্তা গিয়েছে সম্প্রতি।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দল গুছিয়ে নিতে চাইছেন মমতা। কোথাও যাতে কোনও খামতি না থাকে, সে ব্যাপারে নিশ্চিত হয়েই নির্বাচনের রণকৌশল তৈরি করে নিতে চাইছেন তিনি। যাঁরা কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে ভিড়েছেন তাঁদেরকেও তাই সরাসরি কোর কমিটির বৈঠকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে বিক্ষুব্ধ হয়ে যাঁরা দলে ছেড়েছিলেন, তাঁদেরকেও ফের দলে ফেরাতে চাইছেন মমতা।

মমতার বৈঠকে ডাক পেলেন কংগ্রেস-সিপিএম বিধায়কদের

আগামী ২৫ অক্টোবর নজরুল মঞ্চে বসছে দলের কোর কমিটির বর্ধিত অধিবেশন। সেই অধিবেশনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তুষারকান্তি ভট্টাচার্য থেকে শুরু করে হাসানুজ্জামান শেখ, রবিউল আলম চৌধুরী, শম্পা দড়িপা, কানাইলাল আগরওয়াল, অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর ভুঁইয়া ও মানস ভুঁইয়াদের। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মালদহের গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাসকেও ডাকা হয়েছে কোর কমিটির বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, খাতায় কলমে তাঁরা কংগ্রেস বা সিপিএমের বিধায়ক। আনুষ্ঠানিকভাবে তাঁরা মমতার দলে যোগ দিলেও তাঁরা কেউই তৃণমূলের কোর কমিটির সদস্য নন। তবু তাঁদের ডাকার পিছনে বৃহৎ কোনও উদ্দেশ্য রয়েছে। তারপর তৃণমূল ছেড়ে কংগ্রেস যোগ দিয়ে বিধায়ক হওয়ার পর দুলাল বরও ফের ফিরতে চাইছেন পুরনো দলে। তাই তাঁকেও কোর কমিটির বৈঠকে আসতে বলা হয়েছে।

মুকুল রায় নেই। এতদিন তিনিই একা হাতে সমস্ত নির্বাচনে অঙ্ক কষতেন। নির্বাচনী যুদ্ধের রণকৌশল তৈরি করতেন। তাঁর অবর্তমানে হাল ধরতে চাইছেন নেত্রী স্বয়ং। এই কোর কমিটির অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা তৈরি করে ফেলাই উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যাযের। সেই লক্ষ্যেই তিনি সমস্ত বিধায়ক-সাংসদদের ডেকে বৈঠক করতে চাইছেন। এই বৈঠক থেকেই তিনি প্রয়োজনীয় নির্দেশ দেবেন দলের সৈনিকদের।

English summary
Mamata Banerjee orders to Congress-CPM MLA who join in TMC to leave Congress and CPM to present in Core Committee meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X