For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় আসছেন আরএসএস প্রধান! ফল-মিষ্টি পাঠানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় আসছেন আরএসএস প্রধান! ফল-মিষ্টি পাঠানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • |
Google Oneindia Bengali News

ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার সকালেই পশ্চিম মেদিনীপুর পৌঁছন তিনি। প্রশাসনিক বৈঠক ছাড়াও আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রশাসনিক প্রধানের। যদিও ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক হয়ে গিয়েছে তাঁর। আর সেই বৈঠক থেকেই আরএসএস প্রধান মোহন ভগবতের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তাঁর নিরাপত্তা সহ সমস্ত বিষয়কে সুনিশ্চিত করারও কথাও জানান তিনি।

বাংলা সফরে আরএসএস প্রধান

বাংলা সফরে আরএসএস প্রধান

ফের একবার বাংলা সফরে আসছেন মোহন ভগবত। জানা গিয়েছে, আজ ১৭ তারিখ কেশিয়ারিতে পৌঁছানোর কথা রয়েছে আরএসএস প্রধানের। থাকবেন আগামী ২০ তারিখ পর্যন্ত। চারদিনের সফরে সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছেন আরআরএস প্রধানের। স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক রয়েছে বলে খবর। আর তাঁর এহেন সফর ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

আপ্যায়নে নজর রাখার নির্দেশ

আপ্যায়নে নজর রাখার নির্দেশ

সকালে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিকেলেই ওই জেলাতেই পা রাখছেন আরএসএস প্রধান। রাজনৈতিক ভাবে মোহন ভাগবতের এহেন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর সেদিকেই মাথায় রেখেই প্রশাসনিক বৈঠক থেকেই পুলিশকে এই বিষয়ে যথাযথ নির্দেশ মমতার। কেশিয়ারির আইসি'কে বলেন, 'কী ব্যাপার, আপনাদের এখানে নাকি আরএসএস-এর চিফ আসছেন৷ দেখে নেবেন, প্রশাসনের তরফে ওনাকে ফল, মিষ্টি পাঠাবেন৷ যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই৷ ভাল করে নিরাপত্তার ব্যবস্থা করবেন৷' বলে রাখা প্রয়োজন এই বিষয়ে আগেই খোঁজ রেখেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নজর রাখার নির্দেশও দেন মমতা

নজর রাখার নির্দেশও দেন মমতা

শুধু প্রশাসনিক ভাবে স্বাগত জানানোই নয়, বিষয়টির উপর নজর রাখারও নির্দেশ পুলিশ প্রশাসনকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আবার বাড়াবাড়ি করো না৷ দেখো যেন দাঙ্গা না বাঁধায়৷' এই বিষয়ে নজর রাখার দায়িত্ব তাঁর দলেরই অর্থাৎ কেশিয়ারি'র এক বিধায়কের কাঁধে দেন। বলেন, বিষয়টি খেয়াল রেখো। প্রশাসনিক বৈঠক থেকেই এহেন নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকমহলের মতে, বিষয়টি'র উপর যে নবান্ন নজর রাখছে তা এদিন নরমে-গরমে বুঝিয়ে দেন মমতা।

তোপ সেলিমের

তোপ সেলিমের

তবে মোহন ভগবাতকে ফুল পাঠানোর মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। একটি খবরের অংশ তুলে ধরে এই বিষয়ে মন্তব্য করেছেন বাম নেতা মহম্মদ সেলিম। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন, "একসময় বাংলার মুখ্যমন্ত্রীরা দাঙ্গাবাজদের বিষদাঁত ভেঙে দেওয়ার কথা বলতেন। তাই বাংলায় সুদীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক শক্তি দাঁত ফোটাতে পারেনি। আজ আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে বাংলার সমাজ ভাগ করতে স্বাগত জানাচ্ছেন। আর তাঁর এই মাখামাখির জন্য বলি হচ্ছে বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব।"

বিজেপিতে এখন কার হাতে ব্যাটন? শুভেন্দুর চাপে সুকান্তর পিছু হটায় স্পষ্ট বিভাজনবিজেপিতে এখন কার হাতে ব্যাটন? শুভেন্দুর চাপে সুকান্তর পিছু হটায় স্পষ্ট বিভাজন

English summary
Mamata Banerjee order to give fruits and sweets to RSS chief Mohan Bhagwat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X