For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন বুঝতে এবার দুর্গাপুরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মমতা! জল্পনা বাড়ালেন বরো চেয়ারম্যান

মন বুঝতে এবার দুর্গাপুরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মমতা

  • |
Google Oneindia Bengali News

দিকে দিকে পড়ছে শুভেন্দু অধিকারীর (subhendu adhikari) ছবি দিয়ে, দাদার অনুগামীদের পোস্টার। কিন্তু কোথায় কতজন দাদার সঙ্গে রয়েছেন, তার বিস্তারিত খবর এখনও সংগ্রহ করে উঠতে পারেনি পিকের চিম কিংবা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূল ভবনে হলদিয়ার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছিলেন ফিরহাদ হাকিম (firhad hakim)। এবার দুর্গাপুরের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

 দুর্গাপুরের কাউন্সিলরদের জরুরি তলব

দুর্গাপুরের কাউন্সিলরদের জরুরি তলব

এদিন দুপুরে দুর্গাপুর থেকে বনগাঁ উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুর্গাপুরের ভগত সিং ক্রীড়ঙ্গনে সেখানকার প্রতিটি কাউন্সিলরকে তলব করেন। সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন কাউন্সিলরকে ধমকও দেন।

 বৈঠকে উপস্থিতি, অনুপস্থিতি

বৈঠকে উপস্থিতি, অনুপস্থিতি

এদিনের বৈঠকে উপস্থির ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও দিন কয়েক আগে যে বিশ্বনাথ পারিয়ালকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তিনিও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তবে এদিনের বৈঠকে উল্লেখযোগ্য অনুপস্থিতি শুভেন্দু অনুগামী বলে পরিচিত বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যদিও এই নেতা জানিয়েছএন তিনি দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যস্ত থাকার জন্য বৈঠকে যেতে পারেননি।

মেয়রকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

মেয়রকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মেয়র দিলীপ অগস্তিকে নির্দেশ দেন প্রত্যেক কাউন্সিলরকে ৫ টি করে ছোট ছোট কাজ দিতে। এছাড়াও বড় কাজের তালিকা তৈরি করে তা মলয় ঘটকের হাতে দিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে মেয়র জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ হবে।

একসঙ্গে কাজ করতে নির্দেশ

একসঙ্গে কাজ করতে নির্দেশ

এদিনের বৈঠকে শ্রমিক সংগঠনে কাজ না করতে পারার জন্য অনুযোগ করে মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চান বিশ্বনাথ পারিয়াল। সেই সময় মুখ্যমন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দেন যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, তা সবার সঙ্গে আলোচনা করে মিটিয়ে ফেলতে। সূত্রের খবর অনুযায়ী, এলাকার কারখানাগুলিতে যাতে স্থানীয় যুবকদের চাকরি হয়, সেই বিষয়টি দেখতে বলেছেন। এছাড়াও, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পুরসভাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়কে সাংগঠনিক কাজ নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বৈঠক থেকেই ফোনে কথা বলেন, দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে। পুরনো দ্বন্দ্ব ভুলে ফের সক্রিয় হয়ে ময়দানের নামার জন্য তাঁকে অনুরোধ করেছেন।

 মঙ্গলবার হলদিয়ার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছিলেন ফিরহাদ

মঙ্গলবার হলদিয়ার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছিলেন ফিরহাদ

প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার তৃণমূল ভবনে হলদিয়ার তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেই বৈঠকে ২৯ জন কাউন্সিলরের মধ্যে ২৫ জন অনুপস্থিত ছিলেন। বাকিরা অসুস্থতার কারণ দেখান বলেই জানা গিয়েছে। পরে এক কাউন্সিলর জানান, বৈঠকে ফিরহাদ হাকিম বলেছেন, যাঁরা যেতে চান এখনই চলে যান। দল করতে হলে দলে থাকতে হবে বলেও জানিয়েছেন তিনি।

সংকটজনক অবস্থায় বুদ্ধদেব, মমতার নির্দেশে হাসপাতালে ফিরহাদ! আরোগ্য কামনা রাজ্যপালেরসংকটজনক অবস্থায় বুদ্ধদেব, মমতার নির্দেশে হাসপাতালে ফিরহাদ! আরোগ্য কামনা রাজ্যপালের

English summary
Mamata Banerjee meets councillors of Durgapur municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X