For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে আটকানোর ‘মন্ত্র’ জানেন মমতা, সংখ্যালঘু ভোট নিয়ে দিলেন মাস্টারস্ট্রোক

বিজেপিকে আটকানোর ‘মন্ত্র’ জানেন মমতা, সংখ্যালঘু ভোট নিয়ে দিলেন মাস্টারস্ট্রোক

Google Oneindia Bengali News

বিহার ভোটে পাঁচটি আসনে জয় পেয়েছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। এবার তাদের টার্গেট বাংলা। আর বাংলায় সংখ্যালঘু ভোটে থাবা বসানো মানে বিজেপির পোয়াবারো। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ভাঙতে পারলেই বিজেপি অনেকটা এগিয়ে থাকবে একুশের ভোটে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর নাম যে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন কোন মন্ত্রে বিজেপিকে আটকানো সম্ভব।

মিমও এ রাজ্যে বিজেপিকে তাড়াতে বদ্ধপরিকর

মিমও এ রাজ্যে বিজেপিকে তাড়াতে বদ্ধপরিকর

মিমকে প্রথমে হায়দরাবাদের ভোট কাটার বলে কটাক্ষ করেছে তৃণমূল। তাঁরা বিভিন্ন রাজ্যে ভোট কেটে বিজেপির সুবিধা করে দি্চ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকী সদ্য বিহারের নির্বাচনেও বিজেপির সুবিধা করে দিয়েছে মিম, এমন অভিযোগ উঠেছে। এবার সেই মিমই এ রাজ্যে বিজেপিকে তাড়াতে বদ্ধপরিকর।

মিমের পক্ষ থেকে জোটের প্রস্তাব তৃণমূলকে!

মিমের পক্ষ থেকে জোটের প্রস্তাব তৃণমূলকে!

মিমের পক্ষ থেকে জোটের প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলকে। মিমও বিজেপিকে সরকারে দখতে চায় না। তাঁদের লড়াইও বিজেপির বিরুদ্ধে। এ রাজ্যে তাই বিজেপির বিরুদ্ধে এক জোট সহয়ে লড়াই করতে তাঁরা তৃণমূলের সঙ্গে জোট করতে আগ্রহী। মিমের এ রাজ্যের মুখপাত্র অসীম ওয়াকার বিজেপিকে রুখতে প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মিম একা লড়লে বাংলার ভোটে তৃণমূলের ক্ষতি

মিম একা লড়লে বাংলার ভোটে তৃণমূলের ক্ষতি

মিম যদি পৃথকভাবে লড়াই করে বাংলার ভোটে তা ক্ষতি হবে তৃণমূলের। তৃণমূলকে তা জানিয়েছেন মিম মুখপাত্র। তৃণমূলও তা জানে। তৃণমূলের সংখ্যালঘউ ভোটে থাবা বসানো মানে বিজেপি অনেকটাই সুবিধা পাবে ভোট অঙ্কে। তাই তৃণমূল মিমের প্রস্তাব ভেবে দেখবে অবশ্যই। তৃণমূল চাইবে না, এমন সুযোগ হাতছাড়া করতে।

যদি আরজেডি মিমের সঙ্গে জোট করত!

যদি আরজেডি মিমের সঙ্গে জোট করত!

আসাদউদ্দিন আগে জানিয়েছিলেন, বিহার বিধানসভা নির্বাচনে যদি আরজেডি মিমের সঙ্গে জোট করত, তাহলে বিহারের কুর্সিতে বসতেন তেজস্বীই। এ রাজ্যেও তারা চান বিজেপির বিরুদ্ধে জোট করে লড়তে। কিন্তু তাদের প্রস্তাবকে যদি আমল না দেন, তাহলে এককভাবেই তারা লড়বেন। তখন ভোট-অঙ্কে সুবিধা পেতেই পারে বিজেপি।

তৃণমূল শিবির কি মিমের সঙ্গে জোটে রাজি হবে

তৃণমূল শিবির কি মিমের সঙ্গে জোটে রাজি হবে

মিম পৃথক প্রার্থী দিলে সংখ্যালঘু কিছু ভোট মিমের দিকে যাবে, তা ক্ষতি হবে তৃণমূলের। সেক্ষেত্রে তাঁদের ভূমিকা হবে ভোট কাটারের। কিন্তু তার আগে তৃণমূলকে প্রস্তাব দিয়ে তাঁরা একটা মস্ত চাল দিয়ে রাখলেন। এখন দেখার তৃণমূল শিবির মিমের সঙ্গে জোট বাঁধতে রাজি হয় কি না। মমতার হাতেই রইল বিজেপিকে আটকানোর মন্ত্র।

<strong>২০২১-এ বাংলা দখলের পরিকল্পনা! দিলীপ, মুকুলদের ছেড়ে 'নতুন দল'কে দায়িত্ব জেপি নাড্ডাদের</strong>২০২১-এ বাংলা দখলের পরিকল্পনা! দিলীপ, মুকুলদের ছেড়ে 'নতুন দল'কে দায়িত্ব জেপি নাড্ডাদের

English summary
Mamata Banerjee knows the ‘mantra’ to stop BJP in 2021 Assembly Election in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X