For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা কাণ্ডের জেরে জাতীয় রাজনীতিতে একা হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় : রাহুল সিনহা

Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ ডিসেম্বর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক দিল্লি সফর ও রাষ্ট্রপতিভবনে নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বল্প সময়ের সাক্ষাৎকে কটাক্ষ করে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। সারদা কেলেঙ্কারির জেরে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে একেবারে একা হয়ে গিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

সারদা কাণ্ডের জেরে জাতীয় রাজনীতিতে একা হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় : রাহুল সিনহা

রাহুলবাবুর কথায়, "জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও জোটসঙ্গী নেই। কারণ তাঁর দলের নেতা মন্ত্রীরা সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হচ্ছেন। সারদা কেলেঙ্কারির দাগ লেগে গিয়েছে তাঁর দলে আর তাই সবাই তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। প্রথমে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি পাননি। তারপরে অনুমতি পেলেন তাও মাত্র ২ মিনিটের জন্য। তারপর যেই তিনি জানতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৈশভোজে আসবেন ওমনি তিনি তাঁর সফরের মেয়াদ বাড়িয়ে নিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে।"

রাহুল সিনহা এও বলে, "নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, 'কেমন আছো দিদি?' আসলে উনি জানতে চেয়েছিলেন আপনার শরীর কেমন আছে? এবং ভবিষ্যতের আতঙ্ক নিয়ে কেমন আছ?"

এর পাশাপাশি রাহুল সিনহা এও বলেন, কলকাতায় ফিরে এসে তিনি দলের নেতাদের দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে মোদী বিরোধী মঞ্চ গড়ে তুলতে চাইছেন। আমি শুধু বলতে চাই বাংলার বাইরে কেউ ওনাদের চেনে না। আর কেউ যদি জানতে পারে এই সেই তৃণমূল দল যাদের গায়ে সারদা কেলেঙ্কারির দাগ তাহলে সবাই দূরত্ব তৈরি করবে তাদের সঙ্গে।

উল্লেখ্য কাজি নজরুল ইসলামের নাতনি সোনালি কাজি বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন।

English summary
Mamata Banerjee isolated in national politics over Saradha scam: Rahul Sinha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X