For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গদ্দার মন্তব্যকে কটাক্ষ, মমতার মুখ দেখেই 'রোগ' ধরলেন ডাক্তার সূর্যকান্ত

গদ্দার মন্তব্যকে কটাক্ষ, মমতার মুখ দেখেই 'রোগ' ধরলেন ডাক্তার সূর্যকান্ত

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বিজেপিকে (bjp) মোকাবিলা করতে পারবেন না। তিনিই এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছেন মন্তব্য সিপিআইএম (cpim) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের (suryakanta mishra)। কটাক্ষ করে তিনি আরও বলেছেন, মুখ দেখেই বোঝা যাচ্ছে ওনার কী অবস্থা। গণনা বাকি থাকলেও মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

 মুখ্যমন্ত্রীর গদ্দার মন্তব্য

মুখ্যমন্ত্রীর গদ্দার মন্তব্য

২ এপ্রিল উত্তরবঙ্গের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর ২০০-র বেশি আসন চাই। না হলে গদ্দারদের কিনে নিয়ে বিজেপি সরকার গঠন করবে। পরে তিনি শনিবার দক্ষিণ ২৪ পরগনার সভাতেই একই মন্তব্য করেন। তিনি আরও বলেছিলেন, তাঁকে শুধু জেতালেই হবে না, তাঁর প্রার্থীদেরও জেতাতে হবে।

মুখ্যমন্ত্রীর গদ্দার মন্তব্যকে কটাক্ষ

মুখ্যমন্ত্রীর গদ্দার মন্তব্যকে কটাক্ষ

মুখ্যমন্ত্রীর গদ্দার মন্তব্যকে কটাক্ষ করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, উনি যাঁদের মনোনয়ন দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে গদ্দার। তাঁদের নাকি বিজেপি কিনে নিতে পারে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিজেপিকে মোকাবিলা করতে পারবেন না। কেননা তিনিই এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছেন। আর তিনি আরএসএস-এর বিরুদ্ধে কোনও কথা বলেন না। কেননা আরএসএস বিজেপির পাশাপাশি ওনাকে চালাচ্ছে বলে কটাক্ষ করেছেন সূর্যকান্ত।

বাংলার মেয়ে মীনাক্ষী

বাংলার মেয়ে মীনাক্ষী

সূর্যকান্ত মিশ্র বলেছেন, মুখ্যমন্ত্রীকে বাংলার মেয়ে বলে অপমান করা হয়েছে। কেননা তিনি বয়সে অনেকটাই বড়। ওনাকে পিসি বলাই ঠিক। কিন্তু তিনি একজনেরই পিসি। তিনি বলেন বাংলার মেয়ে আসলে মীনাক্ষী। তিনি বলেছেন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী অনেক বুথে এজেন্ট দিতে পারেননি। আর বুথে বসে রাজ্যপালকে ফোন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী যেসময় বুথে বসে থেকেছেন, সেই সময় এলাকায় ঘুরে ভোট করিয়েছেন মীনাক্ষী, বলেছেন তিনি।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তুষ্ট নয় সিপিএম

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তুষ্ট নয় সিপিএম

সূর্যকান্ত মিশ্র জানিয়ে দেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্তুষ্ট নয় সিপিএম। কেননা কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন, ২০১৬ সালের তুলনায় এবারের জোট অনেক শক্তিশালী। কেনানা আগেরবার জোট নিয়ে বিভ্রান্তি ছিল। এবার সংযুক্ত মোর্চা ভালভাবেই কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।

মমতা দিদি থেকে পিসি হতেই তৃণমূল ছেড়েছেন! কয়লা-কাণ্ডের দায় চাপিয়ে বাণ শুভেন্দুরমমতা দিদি থেকে পিসি হতেই তৃণমূল ছেড়েছেন! কয়লা-কাণ্ডের দায় চাপিয়ে বাণ শুভেন্দুর

English summary
Mamata Banerjee is targeted by Suryakanta Mishra on Nandigram winning issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X