For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখন ফলাফল ২১-১৯! সাদা শাড়ি গিয়ে এখন সাদা দাড়ির দিন, মমতাকে নিশানা দিলীপের

পায়ের আঘাতে মুখ্যমন্ত্রী হুইল চেয়ার ব্যবহার নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যাঁদের টিকিট দিয়েছেন, বিক্রি হবেন ধরে নিয়েই টিকিট দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

পায়ের আঘাতে মুখ্যমন্ত্রী হুইল চেয়ার ব্যবহার নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যাঁদের টিকিট দিয়েছেন, বিক্রি হবেন ধরে নিয়েই টিকিট দিয়েছেন। এখন লোকসভায় ফলাফল ২১-১৯ বলেও দাবি করে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন।

প্রধানমন্ত্রীর মুখ দেখতে চায় না-র জবাব

প্রধানমন্ত্রীর মুখ দেখতে চায় না-র জবাব

মুখ্যমন্ত্রী যাতে আগুন জ্বালাতে না পারেন সেই জন্যই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আর উনি শিলিগুড়িতে গিয়ে সাংবাদিক সম্মেলন করছেন। কেননা উনি বুঝে গিয়েছেন মানুষ তাঁকে ভোট দেবে না। বরাহনগরে দলীয় প্রার্থী পার্নো মিত্রে সভায় এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী বলেন, এখানকার মানুষ প্রধাবমন্ত্রীর মুখ এখানকার মানুষ দেখতে চায় না। ব্রিগেডের সভা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর মুখ দেখতে লক্ষ লক্ষ লোক এসেছিলেন। অনেকে ব্রিগেডে ঢুকতেই পারেননি। তিনি দাবি করেন, শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভায় লক্ষাধিক লোক হয়েছে। লোকে মোদী মোদী বলে পাগল, আর দিদি বলছেন মোদীকে দেখতে চান না। দিলীপ ঘোষ পাল্টা বলেন, আপনার (মমতা) মুখ লোকে দেখতে চায় না।

প্ল্যাস্টার করা পা দেখাচ্ছেন

প্ল্যাস্টার করা পা দেখাচ্ছেন

এদিন দিলীপ ঘোষ ফের একবার হুইল চেয়ার ব্যবহার করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, মানুষ আপনার মুখ দেখতে চায় না বলে, আপনি প্ল্যাস্টার করা পা সবাইকে দেখাচ্ছেন। কটাক্ষ করে তিনি বলেন, প্ল্যাস্টার করা পা দেখিয়ে মায়েদের বলছেন, তাকে ভোট দিতে। পা ভেঙে গিয়েছে, ভোট দিন।

ভিক্ষায় বসেছেন মমতা

ভিক্ষায় বসেছেন মমতা

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, রাস্তায় অনেকে ঘুরে বেড়ায় আর ভগবানের নাম করে ভিক্ষা করেন। বলেন, আল্লাকে নাম পর দে-গে বাবা। মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যাস্টার করা পা দেখিয়ে বলছেন, প্ল্যাস্টার করা পায়ের নামে দে-দে মা, প্ল্যাস্টার করা পায়ের নামে দে-দে দিদি। দিলীপ ঘোষ বলেন, এই ভিক্ষার রাজনীতি, চালাকি রাজনীতি চলবে না। এই সাদা শাড়ি, হাওয়াই চটি মানুষকে অনেক ধোঁকা দিয়েছে।

সাদা দাড়ির দিন এসেছে

সাদা দাড়ির দিন এসেছে

দিলীপ ঘোষ বলেন, সাদা শাড়ির দিন গিয়েছে। এবার সাদা দাড়ির দিন এসেছে। তিনি দাবি করেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাত থেকে নাগাল্যান্ড সাদা দাড়ির জয়জয়কার হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, এটা তার নিজের কথা নয়, ৫০০ কোটি দিয়ে বিহার থেকে আনা প্রশান্ত কিশোর বলেছেন, মোদীর জনপ্রিয়তা রয়েছে। দিদির কেন এই পরিণতি, তা দিদির ভাইরাই জবাব দিতে পারবেন বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। গরিব মানুষকে তৃণমূল ভুলে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফলাফল ২১-১৯

ফলাফল ২১-১৯

দিলীপ ঘোষ বলেন, কলকাতা ও তার আশপাশের মানুষ লোকসভায় বিজেপিকে ভোট দেয়নি বলে বিজেপি ১৮-তে থেমে গিয়েছে। যদিও তারপরেও তিনজন তাঁদের দিতে যোগ দিয়েছেন। এখন ফলাফল ২১-১৯। আরও অনেকেই বিজেপিতে যোগ দিতে চান বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিধানসভায় স্কোর বাড়বে।

শীতলকুচি নিয়ে ফ্যাসিস্ট মনোভাব দিলীপ ঘোষের, আক্রমণের একভাষা সৌগত-সুজনেরশীতলকুচি নিয়ে ফ্যাসিস্ট মনোভাব দিলীপ ঘোষের, আক্রমণের একভাষা সৌগত-সুজনের

English summary
Mamata Banerjee is targeted by Dilip Ghosh comparing her with Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X