For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা হঠাৎ বেশ বদলে গিয়েছেন! লক্ষ্যে অবিচল থাকতে প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে যা সিদ্ধান্ত নিলেন

মমতা নিশ্চুপ। অযোধ্যা-মামলার রায়দানের পরও তিনি স্পিকটি নট রইলেন। কোনও মন্তব্য করলেন না। শুধু ফেসবুকে পোস্ট করলেন একটি কবিতা। ব্যস, এটুকুইতেই শেষ।

  • |
Google Oneindia Bengali News

মমতা নিশ্চুপ। অযোধ্যা-মামলার রায়দানের পরও তিনি স্পিকটি নট রইলেন। কোনও মন্তব্য করলেন না। শুধু ফেসবুকে পোস্ট করলেন একটি কবিতা। ব্যস, এটুকুইতেই শেষ। কেন তিনি নিশ্চুপ? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তবে কি ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শেই চুপ মমতা। আগ বাড়িয়ে কোনও প্রতিক্রিয়া দিলেন না অযোধ্যার মতো বড় ইস্যুতেও!

দিনশেষে শুধু একটি কবিতা

দিনশেষে শুধু একটি কবিতা

শনিবার অযোধ্যা মামলার রায়দান করেছে সুপ্রিম কোর্ট। ১০৪৫ পাতার সেই রায়দানের পর প্রতিক্রিয়া দিয়েছেন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিরা। কিন্তু দিনভর অপেক্ষা করার পরও কোনও প্রতিক্রিয়া মেলেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনশেষে শুধু একটি কবিতা লিখেছেন। ‘না বলা' কথাতেও তিনি অনেক কিছু বলে গিয়েছেন। বুঝতে অসুবিধা হয় না তিনি অযোধ্যা রায় নিয়েই এই কবিতা লিখেছেন দিয়েছেন।

মমতা কেন নিশ্চুপ রইলেন

মমতা কেন নিশ্চুপ রইলেন

শুক্রবার অযোধ্যা মামলার রায়দান স্পষ্ট হওয়ার পরই তিনি জানিয়েছিলেন অযোধ্যা নিয়ে কেউ যেন কোনও মন্তব্য না করেন। সেইমতো দলের কেউই অযোধ্যা নিয়ে মন্তব্য করেননি। রায় বেরনোর পর মন্তব্য করেননি স্বয়ং মমতাও। তিনি কেন নিশ্চুপ রইলেন তা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড় হয়ে যায়। একাংশের মতে প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই তিনিই নিশ্চুপ।

২০২১-এর আগে ঝুঁকি নয়

২০২১-এর আগে ঝুঁকি নয়

অযোধ্যা নিয়ে মন্তব্য করলে ভোটব্যাঙ্কে ধস নামতে পারে। কোনও একটা পক্ষ সরে যেতে পারে। ২০২১-এর আগে সেই ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। তাই কিছু না বলার পন্থা নেন মমতা অ্যান্ড কোং। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ক্ষেত্রে প্রশান্ত কিশোরের পরামর্শ ছাড়া এগোচ্ছেন না। তাই এক্ষেত্রেও প্রশান্ত-পরমার্শ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

'বুলবুল’-বিধ্বস্ত বাংলা, উত্তরবঙ্গ সফর বাতিল করে বকখালি পরিদর্শনে যাচ্ছেন মমতা'বুলবুল’-বিধ্বস্ত বাংলা, উত্তরবঙ্গ সফর বাতিল করে বকখালি পরিদর্শনে যাচ্ছেন মমতা

English summary
Mamata Banerjee is silent to stand still in target of 2021. She doesn’t react after Ajodhya verdict by Supreme Court,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X