For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে গেলেন মমতা! তিন তালাক বিল পাস ও কাশ্মীর ‘পুনর্গঠনে’র পর ভাবাচ্ছে পরিস্থিতি

কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে কেন্দ্র। জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে রূপান্তরিত হয়েছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই অবস্থার পরও আশ্চর্যজনকভাবে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে কেন্দ্র। জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে রূপান্তরিত হয়েছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই অবস্থার পরও আশ্চর্যজনকভাবে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার বসার পর আর সেভাবে সরব হচ্ছেন না মমতা! মমতার এই পরিবর্তনের নেপথ্যে কি প্রশান্ত কিশোরর কৌশল?

প্রশ্নটা কিন্তু উঠছেই

প্রশ্নটা কিন্তু উঠছেই

অবধারিত এই প্রশ্নটা উঠে পড়েছে আবারও। কেননা তিন তালাক বিল পাসের পরও সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এদিন কাশ্মীর ভেঙে ছত্রখান হওয়ার পরও আশ্চর্যজনকভাবে নীরব থেকেছেন মমতা। যেটুকু প্রতিবাদ রাজ্যসভায় করেছেন দলনেতা ডেরেক ও'ব্রায়েন। তাও কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে তিনিও সামিল হয়েছেন- এটুকুই।

মমতা নীরব, চর্চা শুরু

মমতা নীরব, চর্চা শুরু

একের পর এক এই বিরাট কাণ্ড ঘটে যাওয়ার পরও কেন মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। আগে কোনও বিষয় নিয়েই এতটা নিস্পৃহ দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বরং আঞ্চলিক দলের নেত্রী হওয়া সত্ত্বেও তিনিই বিরোধী মুখে হয়ে উঠেছেন বারবার। নোট বাতিল হোক বা জিএসটি, সর্বত্রই মোদী সরকারের সমালোচনায় সবার আগে থেকেছেন মমতা।

পাখির চোখ ২০২১

পাখির চোখ ২০২১

কিন্তু মোদী সরকারের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মমতাকে সে অর্থে সরব হতে দেখা যাচ্ছে না। তবে কি তিনি লোকসভায় বিপর্যয়ের পর ২০২১ বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে মোদী সরকারে সমালোচনায় মুখ বন্ধ রেখেছেন। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথা শুনেই তিনি দিল্লির দিকে নজর না দিয়ে বাংলাকেই নয়নমণি করেছেন?

মমতার স্থির লক্ষ্য

মমতার স্থির লক্ষ্য

যাই হোক মমতার এই পরিবর্তন যে রাজ্যের শাসক দলের ভোট কৌশলী হিসেবে প্রশান্ত কিশোরের নিয়োগের পর, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তবে তা কতখানি ফলপ্রসূ হয় মমতার লক্ষ্যপূরণে, তা ভবিষ্যৎই বলবে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ভার তাঁর দলের সাংসদদের দিয়ে তিনি নিজে ব্যস্ত রাজ্য নিয়ে।

English summary
Mamata Banerjee is silent surprisingly after Kashmir’s big issue. Mamata was silent after triple talaq bill pass also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X