For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধারে সুপ্রিম-রায়ই মমতার ঢাল, মোদীর বিরুদ্ধে লড়াইয়ের ‘ঘুঁটি’ও তৈরি

আধার ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে বিচারপতি। তবে নতুন লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছেবন মমতা।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের রায়কে শিরোধার্য করে আধার ইস্যুতে নিজের অবস্থান অটুট রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, 'আদালত তাদের রায় দিয়েছে। তা নিয়ে আমার কোনও সমস্যা নেই। এজন্য আমার আধারসংক্রান্ত অবস্থান বদলও হবে না। আদালত তো আর আমাদের আবেদন খারিজ করে দেয়নি। বরং সুপ্রিম কোর্ট আমাদের পরামর্শ দিয়েছে কোন লাইন দিয়ে এই লড়াই চালানো যেতে পারে। আদালত যেমনটা নির্দেশ দিয়েছে, সেইরকমই ব্যক্তিগতভাবে আবেদন করা হবে।'

আধারে সুপ্রিম-রায়ই মমতার ঢাল, মোদীর বিরুদ্ধে লড়াইয়ের ‘ঘুঁটি’ও তৈরি

এদিন আধার ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে বিচারপতি। সোমবার বিচারপতি বলেন, 'সংসদে পাস হওয়া কোনও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারে না কোনও রাজ্য সরকার। কেউ ব্যক্তিগতভাবে আধার ইস্যুতে চ্যালেঞ্জ করতেই পারেন। কিন্তু কেন্দ্র বা রাজ্য কখনই চ্যালেঞ্জ পিটিশন করতে পারে না সংসদের সিদ্ধান্তের বিরুদ্ধে।'

শীর্ষ আদালতের এই নির্দেশকে ঢাল করেই ফের আসরে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আদালত যেমনটি নির্দেশ দিয়েছে, তা আমরা মেনে নিয়েছি। ইতিমধ্যে বেশ কয়েকজন পিটিশন ফাইলও করেছে। আধার ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের মৌলিক অধিকার হরণের সিদ্ধান্ত মানব না।'

উল্লেখ্য, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা পেতে আধারকার্ড বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল পর্যন্ত আধার নম্বরের সঙ্গে সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছিল।

এমনকী রেশন পেতে গেলেও আধার নম্বর থাকা আবশ্যক। এই সিদ্ধান্তেরই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বশেষে দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়েন, 'আমার মোবাইল নম্বর কেটে দিলেও আমি আধার নম্বর সংযুক্তিকরণ করব না।' তাঁর অভিযোগ, হাঁড়ির খবর জানতেই এটি কেন্দ্র্রের চক্রান্ত। তাই আধার ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সু্প্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর ফের একবার কোমর বেঁধে নামছে তাঁর দল।

English summary
Mamata Banerjee is ready to take Supreme-challenge in Aadhar issue against Narendra Modi’s government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X