For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেককে সঙ্গে নিয়েই Meghalaya-এ পা রাখছেন মমতা! বৈঠক হবে মুকুলের সঙ্গেও

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে! আর সেই নির্বাচনেই পাখির চোখ তৃণমূলের। গত কয়েকদিন আগেই সংগঠনকে মজবুত করতে উত্তর-পূর্বের রাজ্যে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সে রাজ্যে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা

  • |
Google Oneindia Bengali News

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে! আর সেই নির্বাচনেই পাখির চোখ তৃণমূলের। গত কয়েকদিন আগেই সংগঠনকে মজবুত করতে উত্তর-পূর্বের রাজ্যে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সে রাজ্যে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার কার্যত বিজেপি শাসিত এই রাজ্যে পা রাখছেন তিনি। সঙ্গী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

অভিষেককে সঙ্গে নিয়েই মেঘালয়ে পা রাখছেন মমতা!

তাঁদের দুজনের সফর ঘিরেই চড়ছে উত্তেজনার পারদ।

জানা যাচ্ছে, , মূলত তিন দিনের সফরে মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো আগামী ১২ ডিসেম্বর সে রাজ্যের উদ্দেশ্যে উড়ে যাবেন তিনি। সেদিন শিলং থাকবেন। এরপর ১৩ তারিখ সেখানে কর্মিসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সে রাজ্যের সমস্ত নেতাকর্মীদের বার্তা দেবেন। শিলংয়ের স্টেট জেনারেল লাইব্রেরীতে এই সভা হওয়ার কথা রয়েছে।

এছাড়াও সে রাজ্যের তৃণমূলে নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা তৃণমূল সুপ্রিমোর। এরপরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর কলকাতাতে ফিরে আসার কথা রয়েছে। তবে বিধানসভা ভোটের আগে মমতার এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মেঘালয়ের নেতাকর্মীদের কি বাতা মমতা-অভিষেক দেন সেদিকেও নজর থাকবে গোটা দেশের।

জানা যাচ্ছে, ওই কর্মিসভাতে তৃণমূল সুপ্রিমো এবং অভিষেকের সঙ্গেই থাকবেন মানস ভুঁইয়া। এছাড়াও থাকবেন মুকু সাংমা। ইতিমধ্যে মেঘালয়ে তৃণমূলের পায়ের মাটি বেশ শক্ত হয়েছে। মুকুলের দলবদলে সে রাজ্যের বিধানসভাতে এই মুহূর্তে প্রধান বিরোধী তৃণমূল। সেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভাতে সরাসরি শাসকে চ্যালেঞ্জ জানাবে তৃণমূল। গত কয়েকদিন আগেই কার্যত রণকৌশল সাজাতে মেঘালয়ে যান অভিষেক। একাধিক বৈঠক এবং সভা করেন।

শুধু তাই নয়, সেভা সভা থেকে অভিষেক স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দিল্লি নয়, সে রাজ্যের ভূমিপুত্র শাসন করবে মেঘালয়। আর সেখানে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর এই সফর খুবই গুরুত্বপূর্ণ।

English summary
Mamata banerjee is going to meghalaya with abhishek banerjee on 13th December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X