For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা ভীত-সন্ত্রস্ত-দুর্বল! ভোট শেষের আগেই তৃণমূল সুপ্রিমোকে বড় প্রস্তাব অধীরের

মমতা ভীত-সন্ত্রস্ত-দুর্বল! ভোট শেষের আগেই তৃণমূল সুপ্রিমোকে বড় প্রস্তাব অধীরের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে কয়লা ও বালি পাচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। এদিন তিনি বলেছেন, সব চুরির কথাই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তাঁর নির্দেশেই ভাইপো এইসব কাজ করেছেন বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। সনিয়া গান্ধীকে লেখা চিঠি নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

কয়লা ও গরু পাচার নিয়ে অধীর চৌধুরী

কয়লা ও গরু পাচার নিয়ে অধীর চৌধুরী

এদিন কয়লা পাচার নিয়ে ভাইরাল হওয়া অডিও টেপ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, সব চুরিতেই জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়। পিসি ও ভাইপো মিলে লুঠ করেছে। সব পাচারে জড়িত থেকে সব পাপ করে এখন তিনি বৃন্দাবনে যাচ্ছেন, কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। তাঁর প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না গরু পাচার আর কয়লা পাচারের কথা। তাঁর প্রশ্ন আপনি কি কিছুই খাননি, কিছুই জানেন না? আর যদি তিনি না জানেন, তাহলে পদত্যাগ করুন। তিনি কটাক্ষ করে বলেছেন ছদ্মবেশ প্রকাশ্যে আসছে। আর দিদি ধরা পড়ে যাচ্ছেন।

সনিয়া গান্ধীকে দেওয়া চিঠি নিয়ে প্রতিক্রিয়া

সনিয়া গান্ধীকে দেওয়া চিঠি নিয়ে প্রতিক্রিয়া

সনিয়া গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, দিদি বুঝতে পেরেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস ছাড়া আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেন বলেও মন্তব্য করেছেন তিনি। যা করেছেন নন্দীগ্রামে গিয়ে। অধীর চৌধুরী আরও বলেছেন, তাঁর (মমতা) ভাবনায় যদি সততা থাকে।, তাহলে মুর্শিদাবাদে আসার আগে তৃণমূলের সব প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করান। পাশাপাশি স্বীকার করুন বিজেপিকে হারাতে কংগ্রেসের কোনও বিকল্প নেই। তাই কংগ্রেসে যোগ দিলাম, ঘোষণা করুন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই নিজের দলের লোকেদের ওপরে ভরসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভীত, সন্ত্রস্ত, দুর্বল, কটাক্ষ করেছেন অধীর।

তৃণমূলকে ২২ টি ছানা বড়া উপহার

তৃণমূলকে ২২ টি ছানা বড়া উপহার

বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের আসন রয়েছে ২২ টি। বাম-কংগ্রেস জোটের তরফে লড়াই হলেও অধিকাংশ আসনেই লড়াই করছে কংগ্রেস। অধীর চৌধুরী এই জেলা থেকে সম্ভাব্য ফল সম্পর্কে বলেছেন, এবার এই জেলা থেকে তৃণমূলকে ২২ টি ছাড়াবড়া উপহার দেবেন তাঁরা।

 শুভেন্দু অধিকারীর অভিযোগ

শুভেন্দু অধিকারীর অভিযোগ

এদিন সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সরকারি মদতে কয়লা দুর্নীতি হয়েছে। বিনয় মিশ্রের সঙ্গে তৃণমূলের যোগসাজস রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কেননা ২০১৩-তে বিনয় মিশ্রকে যুব সহ-সভাপতি করেছিলেন অভিষেকই। সেই বিনয় মিশ্র সম্পর্কে তৃণমূল চুপ কেন, প্রশ্ন করেছেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে পৌঁছে দিয়েছিলেন বিনয় মিশ্র।

'কমিশন’ খাচ্ছে নির্বাচন কমিশন? ইভিএম পাচার কাণ্ডে রাহুলের তীব্র আক্রমণে জোর চর্চা নেটমহলে'কমিশন’ খাচ্ছে নির্বাচন কমিশন? ইভিএম পাচার কাণ্ডে রাহুলের তীব্র আক্রমণে জোর চর্চা নেটমহলে

English summary
Mamata banerjee is given proposal to join Congress by Adhir Chowdhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X