For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের পুরনো সহযোগীকে ব্ল্যাকমেল, মমতার বিরুদ্ধে অভিযোগ সায়ন্তনের

তৃণমূলের পুরনো সহযোগীকে ব্ল্যাকমেল, মমতার বিরুদ্ধে অভিযোগ সায়ন্তনের

  • |
Google Oneindia Bengali News

ছত্রধর মাহাতর পরিবারকে ব্ল্যাকমেল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে গিয়ে এমনটাই অভিযোগ বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। তিনি বলেন. ছত্রধর যদি বিজেপিতে যোগ দেন তাহলে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফের জেলে ভরে দেবেন। সেই ভয়েই তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।

তৃণমূল যোগ দিলে বেল, না হলে জেল

তৃণমূল যোগ দিলে বেল, না হলে জেল

সায়ন্তন বসু বলেন, ছত্রধর মাহাত চাইলেন বিজেপিতে যোগ দিতে পারবেন না। কেননা, তাহলে তাঁকে জেলে ভরে দেবেন। কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলে যোগ দিলে বেল হবে, না হলে জেল হবে, জানিয়ে দেওয়া হয়েছিল ছত্রধরকে।

 ছত্রধর মাহাতকে নিয়ে তৃণমমূলে কোন্দল, দাবি সায়ন্তনের

ছত্রধর মাহাতকে নিয়ে তৃণমমূলে কোন্দল, দাবি সায়ন্তনের

বিজেপি নেতার আরও দাবি, ছত্রধর মাহাতকে দলে নেওয়া নিয়ে এলাকায় তৃণমূলে কোন্দল তৈরি হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ছত্রধর মাহাত সক্রিয় হয়ে উঠলে জঙ্গলমহলে বিজেপি কিছুটা বেকায়দায় পড়বেন। তাই তৃণমূলের মধ্যেকার দ্বন্দ্ব উসকে দিতে চাইলেন।

ঝাড়গ্রামে গিয়ে বৈঠক করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রামে গিয়ে বৈঠক করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়

ছত্রধর মাহাত জেল থেকে ছাড়া পাওয়ার পরেই ঝাড়গ্রামে গিয়ে ছত্রধর মাহাতর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় থেকেই ছত্রধরের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা জোরদার হয়।

প্রশ্ন করেছিলেন মুকুল রায়

প্রশ্ন করেছিলেন মুকুল রায়

মুকুল রায় ছত্রধরের জামিন প্রসঙ্গে বলেছিলেন, ২০১১-তে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে সময়ে ছত্রধর মুক্তি পেলেন, তা একেবারে ২০২১-এর কাছেই। ছত্রধরকে এতদিন কেন জেলে থাকতে হল, তা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে দিতে হবে, মন্তব্য করেছেন মুকুল রায়। তবে তিনি জানিয়েছিলেন, ছত্রধরকে পাওয়ার জন্য চেষ্টা করেনি বিজেপি।

পুরভোটের আগে এনআরসি আতঙ্ক কাটাতে আধার নিয়ে বিশেষ ঘোষণা বাংলায়পুরভোটের আগে এনআরসি আতঙ্ক কাটাতে আধার নিয়ে বিশেষ ঘোষণা বাংলায়

English summary
Mamata Banerjee is blackmailing Chatradhar Mahato, alleged Sayantan Basu. He will not be able to join BJP, said BJP leader.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X