For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা-বিহার-দিল্লির অটুট বন্ধন : বাংলার শিল্প সম্মেলনে নীতিশ-কেজরিকে আমন্ত্রণ মমতার

Google Oneindia Bengali News

কলকাতা, ২৩ নভেম্বর : নীতিশ কুমারের আমন্ত্রণে এককথায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর একদিন পরেই পাল্টা বন্ধুত্বের আমন্ত্রণ জানালেন দিদিও। ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ২ দিনের বিশ্ব শিল্প সামিটে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েন দিদি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আমন্ত্রণ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

আগামী বছরেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীদের নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করার কথা ভাবছেন তা ইতিমধ্যে সামনে চলে এসেছে। সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানাবেন দিদি। কিন্তু কতজন দিদির ডাকে সারা দেয় তা দেখার বিষয় হবে। এদিকে এর পরে আবার বাংলার শিল্প সামিটে নীতিশ ও কেজরিওয়ালকে আমন্ত্রণ জানানো অর্থবহ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

বাংলা-বিহার-দিল্লির অটুট বন্ধন : বাংলার শিল্প সম্মেলনে নীতিশ-কেজরিকে আমন্ত্রণ মমতার

শিল্প সামিটে আমন্ত্রণ করা নিয়ে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "হ্যাঁ তাঁদের অবশ্যই আমন্ত্রণ করা হয়েছে। প্রথম ব্যক্তি হলেন গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাজ্যগুলির মধ্য়ে অন্যতম একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। দ্বিতীয়জন জাতীয় রাজধানীর মুখ্যমন্ত্রী।"

নীতিশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানেই এই বিষয়টা বেশ স্পষ্ট হয়েছিল যে জাতীয় রাজনীতিতে এবার নয়া বন্ধুত্বের সমীকরণ দেখা যাচ্ছে বিহার, বাংলা ও দিল্লির মধ্যে। দীর্ঘদিন ধরেই নীতিশ ও কেজরিওয়ালের সঙ্গে মমতা যোগাযোগ রেখে চলেছেন যাতে কিছু প্রধান ইস্যুতে যাতে এই তিন রাজ্য অন্তত নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়ে দাঁড়িয়ে একটা বড়সড় ধাক্কা দিতে পারে।

বিহার বিধানসভা নির্বাচনে সংযুক্ত জনতা দলের নীতিশ কুমার ও রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদবের মহাজোটকে প্রথম থেকেই সমর্থন করে এসেছেন মমতা। এবার মমতার পাশে দাঁড়িয়ে পাল্টা সৌহার্দ্য দেখাতে চাইছে বিহার। নামেই আগামী বছর হলেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে হাতে রয়েছে মাত্র কয়েক মাস।

ঠিক এর আগে তৃণমূলের দিকে সমর্থনের হাত বাড়িতে তৃণমূলকে আর একটু শক্তি জোগাতে চলেছে সংযুক্ত জনতা দল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই রাজ্যগুলির সেই একই অভিযোগ রাজ্যের কেন্দ্রীয় সাহায্যে চলা পরিকল্পনাগুলিতে কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য পাচ্ছে না রাজ্যগুলি।

বেছে বেছে দুই মুখ্যমন্ত্রীকে বাংলা শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানানোর আসল উদ্দেশ্য রাজনৈতিক কি না তা নিয়ে ডেরেকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "গণতন্ত্রের অধিকারে যে কোনও মানুষের অধিকার রয়েছে যে কোনও বিষয়কে নিজের নিজের মতো করে ব্যাখ্যা করার।

বাংলার এই শিল্প সম্মেলন ২০১৬ , মিলন মেলায় অনুষ্ঠিত হওয়ার কথা। রাজ্যের যে ক্ষমতা এবং তৈয়ারি রয়েছে বড় কোনও শিল্প ও ব্যবসা সংক্রান্ত চ্যালেঞ্জ নেওয়ার তা তুলে ধরা হবে এই সম্মেলনে।

English summary
Mamata Banerjee invites Nitish, Kejriwal to business summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X