For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মমতা, ডিএ বাড়িয়ে দিলেন মাস্টারস্ট্রোক

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরকারি কর্মীদের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন কেন্দ্রের হারে বেতন পেতে গেলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন।

Google Oneindia Bengali News

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরকারি কর্মীদের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন কেন্দ্রের হারে বেতন পেতে গেলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন। মুখে বললেও তিনি যে সরকারি কর্মীদের কথা ভাবেন না, তা নয়। একদিন পরেই সরকারি কর্মীদের জন্য সুখবর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ১০ শতাংশ ডিএ বৃদ্ধি করলেন।

সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন মমতা, ডিএ বাড়িয়ে দিলেন মাস্টারস্ট্রোক

রাজ্য সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়, রাজ্য বিদ্যুৎ বিভাগের অধীনে তিন সংস্থার কর্মীদের জন্য ডিএ বর্ধিত করা হচ্ছে। ১০ শতাংশ হারে এই বর্ধিত মহার্ঘভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১ জুলাই থেকে এই নয়া হারে বর্ধিত ডিএ ধরা হবে।

বিদুৎ দফতরের অধীনে তিনটি প্রতিষ্ঠান উন্নয়ন, উৎপাদন ও পরিবহনের দফতর কর্মীরা এই বর্ধিত মহার্ঘভাতা পাবেন। বিদ্যুৎ দফতরের কর্মীরা দীর্ঘ আন্দোলনে সামিল হয়েছিলেন ডিএ বৃদ্ধির দাবি-সহ একাধিক ইস্যুতে। এইসময় বিদ্যুৎ দফতরের কর্মীদের পাশে দাঁড়ান বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

রাজনৈতিক মহল মনে করছে, মমতা সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি বা ডিএ প্রদান নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে নির্দিষ্ট কোনও দিশা দেখাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একদিন পরেই একাংশ সরকারি কর্মী ডিএ দাবি মেনে নিয়ে মমতা মাস্টারস্ট্রোক দিয়ে দিলেন। একাংশ মনে করছেন, এই ডিএ প্রদান সম্ভব হয়েছে সব্যসাচী দত্তের আন্দোলনে ইন্ধন জোগামোর জন্যই।

English summary
Mamata Banerjee increases DA for government employees. 10 percent DA is increased of employees. Mamata takes decision after 21 July’s speech,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X