For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার হাত ধরে নয়া পরিষেবা, কলকাতার তস্য সরু গলিতে এবার ঢুকতে পারবে দমকল

কলকাতার বুকে চালু হল নয়া পরিষেবা। এবার কলকাতার, ঘিঞ্জি , সরু গলিতেও অনায়াসে ঢুকে যাবে দমকল। তস্য সরু গলিতে ঢুরে আগুন নেভানোর ক্ষেত্রে বহুবার সমস্যায় পড়েছে রাজ্যের দমকল পরিষেবা।

Google Oneindia Bengali News

কলকাতার বুকে চালু হল নয়া পরিষেবা। এবার কলকাতার, ঘিঞ্জি , সরু গলিতেও অনায়াসে ঢুকে যাবে দমকল। তস্য সরু গলিতে ঢুরে আগুন নেভানোর ক্ষেত্রে বহুবার সমস্যায় পড়েছে রাজ্যের দমকল পরিষেবা। তবে এবার থেকে সেই সমস্যা দূর করতে চালু হল নয়া পরিবেষবা।

মমতার হাত ধরে নয়া পরিষেবা, কলকাতার তস্য সরু গলিতে এবার ঢুকতে পারবে দমকল

এদিন, বিকেলে নবান্নে এই পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মেয়র শোভ চট্টোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের পদস্থ সচিবরা। এদিন ১০০ টি অগ্নি নির্বাপন যন্ত্র, দমকলের বাইক, ৩০ লাখ লিটার জল ধারম ক্ষমতা সম্পন্ন বিশেষ জলধারণ যন্ত্র, ১২টি ওয়াটার টেন্ডার ৫টি মাল্টি পারপাস ফোম টেন্ডারের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এদিন চিন সফর বাতিল ঘিরে ফের একবার খবরের শিরোনামে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই চিন সফর নিয়ে ভারত ও চিন উভয় সরকারের সঙ্গেই চিঠি চালাচালি চলছিল। রাজ্যের তরফ থেকেও চিনের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়েছিল, চিঠি লেখা হয়েছিল। কিন্তু সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের ব্যাপারে কোনও নিশ্চয়তা দেয়নি চিন। শেষপর্যন্ত জানিয়েছিলেন শুক্রবার দুপুর ১২টার মধ্যে তাঁরা জানাবেন সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক চূড়ান্ত কি না। দুপুর ১২টা পর্যন্ত কোনও উত্তর না আসায়, দুপুর দু'টোর পর তা বাতিল করে দেওয়া হয়।

English summary
Mamata Banerjee inaugurates fire fighting instruments at Nabanna .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X