For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঘরে বসে দুর্গাপুজো হয় না', সমালোচকদের জবাব, তালতলা, বোসপুকুর, ২১ পল্লীর উদ্বোধন মমতার

সমালোচকদের জবাব, তালতলা, বোসপুকুর, ২১ পল্লীর উদ্বোধন মমতার

Google Oneindia Bengali News

দুপুরে নবান্ন থেকে ভার্চুয়াল পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিকেলে শহর কলকাতার তিনটি পুজোর উদ্বোধন করেন তিনি। বোসপুকুর-শীতলা মন্দির, ২১ পল্লি এবং তালতলা সর্বজনীনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন তিনি। ২১ পল্লিতে বেশ কিছুটা সময় কাটান।

শহরে পুজো উদ্বোধন মমতার

শহরে পুজো উদ্বোধন মমতার

বিকেলে শহর কলকাতার তিনটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসপুকুর-শীতলা মন্দির, তালতলা সর্বজনীন এবং ২১ পল্লি। তিনটি পুজো মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন মমতা। ২১ পল্লিতে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। সেখানে ছবিও আঁকেন মুখ্যমন্ত্রী।

ভার্চুয়াল পুজো উদ্বোধন

ভার্চুয়াল পুজো উদ্বোধন

আজও নবান্ন থেকে ভার্চুয়াল পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের ১২টি জেলার ১১০টি পুজো উদ্বধন করেন তিনি। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই ২৪ পরগনার পুজো উদ্বোধন করেন মমতা।

সমালোচকদের জবাব

সমালোচকদের জবাব

করোনার মাঝেও দুর্গাপুজো কেন করা হচ্ছে এই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অনেকেই এই নিয়ে সমালোচনা শুরু করেছেন। তাঁদের জবাব দিতে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ঘরে ঘরে দুর্গাপুজো করা যায় না। মা দুর্গার সংসার অনেক বড়। মূলত বারোয়ারি পুজোই হয় সর্বত্র। সেকারণেই এই পুজোর অনুমতি। কোভিড প্রোটোকল মেনেই সব আয়োজন করা হয়েছে।

মণ্ডপ পরিদর্শনে সিপি

মণ্ডপ পরিদর্শনে সিপি

এদিকে রাজ্য সরকারের দেওয়া কোভিড প্রটোকল মেনে শহরের পুজো মণ্ডপ গুলি তৈরি হয়েছে কিনা সেটা খতিয়ে দেখেন কলকাতা পুলিসের সিপি অনুজ শর্মা। তিন দিক খোলা মণ্ডপ, স্যানিটাইজারের বন্দ্যোবস্ত সব খতিয়ে দেখেন তিনি। শহরের বড় পুজো মণ্ডপগুলি ঘরে দেখেন অনুজ শর্মা।

ভিআইপি পাস নয়, নিউ নর্মাল দুর্গাপুজোয় ঠাকুর দেখাতে এবার চালু ই-পাস, আলাদা কেন জেনে নিনভিআইপি পাস নয়, নিউ নর্মাল দুর্গাপুজোয় ঠাকুর দেখাতে এবার চালু ই-পাস, আলাদা কেন জেনে নিন

English summary
Mamata Banerjee inaugrated Kolkata Durga Puja Mandap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X