For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের নাম নেওয়া মমতার মত বদল, শাহরুখের স্থলাভিষিক্ত হলেন দেব! বাংলার মুখ বাছাইয়ে বিতর্ক, চর্চায় ইমেজ

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন শাহরুখ খানকে। তখন থেকেই চলছিল বিতর্ক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের প্রাক্তন অধিনায়ককে কেন বাংলার মুখ করা হবে না, সেই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। মমতা অবশেষে শাহরুখকে সরালেন। কিন্তু ব্রাত্যই রাখলেন দাদা-কে!

বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর

আজ নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে বৈঠক চলাকালীন হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাংসদকে দেবকে উদ্দেশ করে বলেন, "তুমি বেঙ্গলের একটু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করো না বাবা!" দেব এমন প্রস্তাবে হতচকিত হয়ে যান। প্রথমে বলেন, আমি! বলে পিছনের দিকে তাকান দীপক অধিকারী ওরফে দেব।

দেবকে বাছলেন মমতা

দেবকে বাছলেন মমতা

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেবকে পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে তিনি যে সম্মত তা হাবেভাবে বুঝিয়েও দেন দেব। এরপর মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সৌরভ...শাহরুখ আছে। কিন্তু শাহরুখ তো খুব বিজি, টাইম পায় না বেচারা! ও আগে একটা ভিডিও করে দিয়েছে। এবার গৌতমদা (গৌতম ঘোষ), দেবরা মিলে একটা ভিডিও করবে।" এখানেই সকলে অবাক! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সৌরভকে বাংলার পর্যটন দফতর থেকে বাংলার মুখ করার সুযোগ পেয়েও কেন সে পথে হাঁটলেন না সেটাই স্পষ্ট নয়।

সৌরভ ফের ব্রাত্য!

সৌরভ ফের ব্রাত্য!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ ও তাঁর পরিবারের সুসম্পর্ক রয়েছে। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় যেদিন প্রয়াত হন, সেই রাতেই মুখ্যমন্ত্রী বেহালায় সৌরভের বাড়িতে যান। সৌরভ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তখনও বাংলার দাদাকে দেখতে গিয়েছেন দিদি। সৌরভের বাড়িতে গিয়েও দীর্ঘ সময় সৌরভের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

দিদির সঙ্গে দাদার সুসম্পর্ক

দিদির সঙ্গে দাদার সুসম্পর্ক

সৌরভ গঙ্গোপাধ্যায়ও নানা সময় বলে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা। চলচ্চিত্র উৎসবের মঞ্চই হোক, কিংবা দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান, সৌরভ প্রবল ব্যস্ততার মধ্যে থেকেও সময় বের করে সেইসব অনুষ্ঠানে হাজির থেকেছেন। বাংলার ক্রিকেট পরিকাঠামোর উন্নতি নিয়ে নবান্নে গিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চেও হাজির হয়েছেন।

প্রশাসক সৌরভকে সাহায্য মুখ্যমন্ত্রীর

প্রশাসক সৌরভকে সাহায্য মুখ্যমন্ত্রীর

সৌরভ যখন সিএবি সভাপতি তখন টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে সহায়তা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি সৌরভের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশের প্রথম গোলাপি বলে টেস্টের প্রথম দিনে ইডেনে বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও কেন সৌরভের নাম মুখে নিয়েও শাহরুখের স্থলাভিষিক্ত তিনি দেব-কে করলেন তা অবাক করেছে অনেককেই।

সৌরভের ধারেকাছে আসেন না দেব

সৌরভের ধারেকাছে আসেন না দেব

শাহরুখকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর তুঙ্গে উঠেছিল বিতর্ক। সৌরভকে ব্রাত্য রাখা মেনে নিতে পারেননি বহু মানুষ। সবচেয়ে বড় কথা, সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সৌরভের জনপ্রিয়তা প্রশ্নাতীত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এত বছর পর তাঁকেই বিজ্ঞাপনের মুখ করতে লাইন লাগিয়ে থাকে বিভিন্ন সংস্থা। তাঁর জনপ্রিয়তা শুধু দেশে নয়, দেশের বাইরেও রয়েছে। যার ধারেকাছে আসেন না দেব।

সৌরভের নাম প্রথম নিয়েও বিস্ময়কর সিদ্ধান্ত

সৌরভের নাম প্রথম নিয়েও বিস্ময়কর সিদ্ধান্ত

সৌরভের নাম এদিন মুখ্যমন্ত্রী প্রথম উচ্চারণ করেন। এখনও জানা যায়নি, একান্ত আলাপচারিতায় আদৌ সৌরভকে বাংলার মুখ করার প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন কিনা। সেই প্রস্তাব দেওয়া হলে এবং সৌরভ তা প্রত্যাখ্যান করলে সেটিও তো স্পষ্ট করে দিতেই পারতেন মুখ্যমন্ত্রী। কিন্তু সৌরভের নাম নিয়েই তড়িঘড়ি শাহরুখ ও দেবের নাম মুখে আনা রেখে গেল একাধিক প্রশ্ন।

দেবের রাজনৈতিক যোগ

দেবের রাজনৈতিক যোগ

দেব নিঃসন্দেহে বড় অভিনেতা। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসেরই সাংসদ। সেক্ষেত্রে রাজনীতি-নিরপেক্ষ সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে সদর্থক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতেই পারতেন মুখ্যমন্ত্রী। আগে শাহরুখকে কেন্দ্র করে যে বিতর্ক ও কটাক্ষ তাঁকে ফেস করতে হয়েছিল সেই সিদ্ধান্ত শুধরে নিতেই পারতেন মুখ্যমন্ত্রী। নাকি তিনি ভাবলেন, সৌরভকে এখন বাংলার মুখ করলে আগের ভুলটা সকলের কাছে আরও প্রকট হবে?

Recommended Video

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন দেব, সুপারিশ মমতার
ইমেজ নিয়েও প্রশ্ন

ইমেজ নিয়েও প্রশ্ন

মুখ্যমন্ত্রী নিজেই বলেন, কাজ করতে গেলে ভুল হতেই পারে। সেই কথার রেশ ধরেই বলা যায় সেই ভুল শুধরে নিতে পারতেন। সৌরভের নামে কোনও দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন দেব। তদন্ত এখনও চলছে। ভবিষ্যতেও যে দেবকে ডাকা হবে না, তার কোনও নিশ্চয়তা নেই। সৌরভকে বেছে নিলে কোনও ঝক্কি থাকতো না! কিন্তু দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে ফের নয়া বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী, অভিমত রাজনৈতিক মহলের। পরে যদি মুখ্যমন্ত্রী শাহরুখ ও দেবকে একসঙ্গে রাখার কথাও মেলে ধরেন, তবুও দেবের তো কয়েক যোজন এগিয়ে সৌরভ।

English summary
WB Chief Minister Mamata Banerjee Ignores Sourav Ganguly Again. She Has Announced Dev As Bengal's Brand Ambassador.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X