For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ দফায় বিজেপি 'বড়জোর' কয়টি আসন পেতে পারে, মুখ খুললেন মমতা

ষষ্ঠ দফায় বিজেপি 'বড়জোর' কয়টি আসন পেতে পারে, মুখ খুললেন মমতা

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠদফার ভোট প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে। এদিকে সামনে রয়েছে সপ্তম দফার ভোট। কমিশন জানিয়ে দিয়েছে দফা কমানোর কোনও পরিকল্পনা নেই তাদের। এরই মাঝে চেনা ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সপ্তম দফার ভোট প্রচারে আসানসোলে তৃণমূলের মঞ্চ থেকে ফের তোপ দাগেন বিজেপির দিকে। তৃণমূল সুপ্রিমোর নিশানায় এদিন ছিল নির্বাচন কমিশনও।

ফের কেন্দ্রীয় বাহিনী নিশানায়

ফের কেন্দ্রীয় বাহিনী নিশানায়

'কয়েকটা সিট সেন্ট্রাল ফোর্সকে দিয়ে রিগ করাচ্ছে। কয়েকটা সিট নির্বাচন কমিশনকে দিয়ে টোটাল ওদের পক্ষে কাজ করাচ্ছে। সেটা হাইকোর্টও বলেছে। হাইকোর্টের যে বক্তব্য কোভিড নিয়ে আপনারা দেখেছেন। যে তোমাদের কাজ তোমরা কর।' এদিন আসানসোলের সভা থেকে একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ষষ্ঠ দফায় বিজেপি 'বড়জোড়' কয়টি সিট পেতে পারে?

ষষ্ঠ দফায় বিজেপি 'বড়জোড়' কয়টি সিট পেতে পারে?

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বারাবনির সভা থেকে বলেন,
' আমি আপনাদের বলি, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে , কিছু গুন্ডাকে দিয়ে কয়েকটা সিট দখল করা যায়। ২৯৪ টা সিট দখল হয়না।' এরসঙ্গেই মমতা বলেন, 'আজও ভোট হচ্ছে অনেকগুলো সিটে , বড়জোড় ৪-৫ টা সিট পাবে। টোটালটাই তৃণমূল কংগ্রেস পাবে। '

'দিল্লির দুই গুণ্ডার হাতে কিছুতেই বাংলাকে তুলে দেব না', দক্ষিণ দিনাজপুরের প্রচার সভা থেকে হুঙ্কার মমতার'দিল্লির দুই গুণ্ডার হাতে কিছুতেই বাংলাকে তুলে দেব না', দক্ষিণ দিনাজপুরের প্রচার সভা থেকে হুঙ্কার মমতার

 মোদীকে টার্গেট

মোদীকে টার্গেট

মমতা এদিনও প্রশ্ন তোলেন যে, ভোট প্রচারের সময় কমিয়ে দেওয়া যদি হতে পারে, তাহলে ভোটের দফা কেন কমানো হচ্ছে না? এই নিয়ে তিনি নাম না করে কমিশনকে কার্যত কাঠগড়ায় দাঁড় করান। কটাক্ষের সুরে মমতা বলেন, ' প্রাইমমিনিস্টারের প্রচার তো কাল শেষ তোমরা তো প্রাইমমিনিস্টারের প্রচার থাকলে কিছু কর না। প্রাইমমিনিস্টারের প্রচার শেষ হওয়ার পর দেখি তোমরা নড় কি না, এরা ভাবছে কোভিড বাড়লে কেউ ভোট দিতে যাবে না। .. সবাই ভোট দেবেন।'

লোকসভা নিয়ে ক্ষোভের সুর দিদির গলায়

লোকসভা নিয়ে ক্ষোভের সুর দিদির গলায়

উপস্থিত জনতাকে এদিন দিদি জিজ্ঞাসা করেন 'ভোট দেবেন তো'? তার উত্তরে সম্মতি সূচক বার্তা দেয় দর্শক মহল। এরপরই মমতা বলেন, লোকসভায় ভোট দেব বলে ভোট দেননি তৃণমূলকে, বিধানসভায় ভোট না দিলে সবচেয়ে ক্ষতি আপনাদেরই হবে। এরসঙ্গেই মমতা সুর তুলে বলেন, 'এসপি চেঞ্জ করলেই ভোট হয়ে যায়, তাহলে তো হতই! ' এর সঙ্গেই তৃণমূল নেত্রীর বক্তব্য 'কে কে অতি দালালি করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন.. নজর রাখছি আমরা... কেউ কেউ বিজেপির টাকায় গদ্দারি করছেন। '

English summary
Mamata Banerjee hits out at BJP and reveals how many seats saffron party will get in sixth phase west bengal election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X