For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী যাঁকে মানবেন, আমি তাঁকে মানব না', স্লোগান বিতর্কে ফের মমতার নিশানায় বিজেপি

আর মাত্র ২ টি দফার ভোট গ্রহণ বাকি । সপ্তদশ লোকসভা নির্বাচনের ২ দফা ভোট বাকি থাকতেই তেঁতে উঠেছে বাংলার রাজনীতি। শেষ দুই দফার ভোটের আগে ভোটব্যাঙ্কের ঝুলি ভরতে তৎপর সমস্ত ক'টি রাজনৈতিক দল।

Google Oneindia Bengali News

আর মাত্র ২ টি দফার ভোট গ্রহণ বাকি । সপ্তদশ লোকসভা নির্বাচনের ২ দফা ভোট বাকি থাকতেই তেঁতে উঠেছে বাংলার রাজনীতি। শেষ দুই দফার ভোটের আগে ভোটব্যাঙ্কের ঝুলি ভরতে তৎপর সমস্ত ক'টি রাজনৈতিক দল। এদিন, ভোট-পারদ চড়িয়ে বাঁকুড়ার রানিবাঁধের প্রচার মঞ্চ থেকে ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদী ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মাওবাদী সমস্যা

মাওবাদী সমস্যা

এদিন বাঁকুড়ার রানিবাঁধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে, মমতা দাবি করেন, মাওবাদী সমস্যা দূর করতে এক্কেবারেই ব্যর্থ হয়েছে মোদী সরকার। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে এই সমস্যা বিজেপি মেটাতেও না পারলেও, বাংলাতে এই সমস্যা দূর করতে সমর্থ হয়েছে বাংলার মমতা-সরকার ।

'তুমি যাকে মানবে আমি তাঁকে মানব না'

বেশ কিছুদিন ধরে 'জয় শ্রীরাম' বনাম 'বন্দেমাতরম' বুলিকে কেন্দ্র করে বাংলার রাজনীতি সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি তোলায় ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্য়মন্ত্রীতে। যা নিয়ে তোপ দেগেছেন মোদীও। সেই প্রেক্ষিতে মমতা এদিন সাফ জানান, 'তুমি যাঁকে মানবে আমি তাঁকে মানব না। বিজেপির স্লোগান আমি মরে গেলেও আমার মুখ থেকে বের হবে না।'

[আরও পড়ুন: ভারতীর ওপর রাগ কেন মমতার, 'ফাঁস' করলেন অমিত! রাম-নাম নিয়ে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীকে][আরও পড়ুন: ভারতীর ওপর রাগ কেন মমতার, 'ফাঁস' করলেন অমিত! রাম-নাম নিয়ে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীকে]

গদ্দার তোপ

গদ্দার তোপ

এদিন বাঁকুড়ার সভা থেকে নাম না করে ফের একবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। সৌমিত্রকে 'গদ্দার' তকমা দিয়ে টাকা লুঠ করার অভিযোগ আনেন মমতা।

[আরও পড়ুন: কিভাবে 'ম্যাজিক ফিগার'-এ পৌঁছবে বিজেপি! ৫ দফা ভোটের পর সমীকরণ বাতলে দিলেন অমিত শাহ ][আরও পড়ুন: কিভাবে 'ম্যাজিক ফিগার'-এ পৌঁছবে বিজেপি! ৫ দফা ভোটের পর সমীকরণ বাতলে দিলেন অমিত শাহ ]

English summary
Mamata Banerjee hits out at Modi from Bankura at TMC election campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X