For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘যুগের সমাপ্তি’র ইঙ্গিত দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেটে! ‘হতবাক’ মমতা

এটা কি একটা যুগের সমাপ্তি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এমন আশঙ্কাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

এটা কি একটা যুগের সমাপ্তি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এমনই আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বাজেট প্রতিক্রিয়ায় জানান, কেন্দ্রীয় সরকার কীভাবে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, তা দেখিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে।

মমতা হতবাক ও হতভম্ব

মমতা হতবাক ও হতভম্ব

মমতা বলেন, এই সরকার যেভাবে ঐতিহ্য ও উত্তরাধিকারের বিলোপ ঘটানোর পরিকল্পনা করছে, তা দেখে আমি হতবাক ও হতভম্ব। এই বাজেট দেখে মনে হচ্ছে, এটি সুরক্ষা বোধের সমাপ্তি এবং একটা যুগের সমাপ্তি ঘটানোরও প্রয়াস বটে। তা না হলে কেন্দ্রের ঐতিহ্যশালী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়।

কেন্দ্রের বাজেটে যুগের সমাপ্তি!

উল্লেখ্য, কেন্দ্রের ঘোষণায় এলআইসি, ইন্ডিয়ান রেলওয়েজ, এয়ার ইন্ডিয়া, বিএসএনএলের মতো প্রতিষ্ঠানগুলির সুরক্ষা তো দূর অস্ত, এই প্রতিষ্ঠানগুলিকে বেসরকারিকরণ হতে চলেছে। এলআইসির শেয়ার বিক্রির ঘোষণা হয়েছেছে ২০২০-র কেন্দ্রীয় বাজেটে।

বাজেট দিশাহীন, সুদীপের প্রতিক্রিয়া

বাজেট দিশাহীন, সুদীপের প্রতিক্রিয়া

লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় বাজেটের। তিনি বলেন, এই বাজেটে কোনও দিশা নেই। অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসার যেমন কোনও দাওয়াই নেই, তেমনই সুরক্ষার প্রশ্নেও এই বাজেট দিশাহীন। এই বাজেটে ঐতিহ্যসালী সংস্থাগুলিকে রুগ্ন করে দেওয়ার চক্রান্ত রয়েছে বলেই অভিমত তাঁর।

English summary
CM Mamata Banerjee have shocked and appalled to see Central plans in budget. This budget will ambush the heritage & legacy of public institutions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X