For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গাপুরে কালো টাকা রাখতে গিয়েছেন, সঙ্গে আছে মাফিয়াও, তোপ বিরোধীদের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিমান
কলকাতা, ২১ অগস্ট: সিঙ্গাপুরে পুঁজি আনতে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন কালো টাকা রাখতে। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এক কয়লা মাফিয়া গিয়েছে সিঙ্গাপুর সফরে। এর জবাব ওঁকে দিতে হবে।

এ দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বলেন, "সারদা কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা জড়িয়ে পড়েছে। গত তিন বছরে অনেক কালো টাকা কামিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের সেই কালো টাকা রাখতেই সিঙ্গাপুর গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে পুঁজি আনার কথা স্রেফ ভাঁওতা। এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি দলের নেতাদের ওপর নজর রাখছে। তাই তৃণমূল কংগ্রেস নেতাদের বুক কাঁপছে। যে নেতার ছেলে ফেরারি গাড়ি পেয়েছিল, যে সাংসদ ফ্ল্যাট পেয়েছিল, তারাও ভয়ে ভয়ে আছে।"

আরও আক্রমণাত্মক ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে একটি ছবি দেখিয়ে তিনি বলেন, "আপনারা মাননীয়া মুখ্যমন্ত্রীর পেছনে একজনকে লক্ষ করুন। লোকটার নাম কৃষ্ণকান্ত কয়াল। ডাকনাম বিল্লু। বাড়ি রাণীগঞ্জে। সে একজন কয়লা মাফিয়া। এখন কলকাতায় থাকে। তৃণমূল কংগ্রেসের খুব ঘনিষ্ঠ। ইনি কি ধরনের শিল্পপতি? পাঁপড় শিল্প, বড়ি শিল্প নাকি মোমবাতি শিল্প, কোনটার সঙ্গে যুক্ত? আমরা তাই আগেই বলেছিলাম, সফরসঙ্গীদের নাম জানান মুখ্যমন্ত্রী। এমন আরও কত মাফিয়াকে নিয়ে গিয়েছেন, ঠিক নেই।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গাপুর সফরকে এ দিন একপ্রস্থ কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, জনগণের টাকায় প্রমোদ ভ্রমণে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee has gone to Singapore for unholy purpose, lambast BJP, CPM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X