For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুর্শিদাবাদ পারলেও পারেনি মালদা! কীভাবে পুনরুদ্ধার, বাতলে দিলেন মমতা

মুর্শিদাবাদ পারলেও পারেনি মালদা! কীভাবে পুনরুদ্ধার, বাতলে দিলেন মমতা

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে মালদহের দুটি লোকসভার কোনওটাই তৃণমূল পায়নি। একটি গিয়েছিল বিজেপির দখলে অন্যটি কংগ্রেসের। শুধু তাই নয় জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই পিছিয়ে তৃণমূল। এই ঘটনা যে তাঁকে কোনওভাবেই স্বস্তি দিচ্ছে না, তা মালদহের সভা থেকে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহের নেতারা কবে ঐক্যবদ্ধ হবেন, প্রশ্ন মমতার

মালদহের নেতারা কবে ঐক্যবদ্ধ হবেন, প্রশ্ন মমতার

মালদহের সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের নেতা-কর্মীদের তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন,মালদহের নেতারা কবে ঐক্যবদ্ধ হবেন। পাশাপাশি তাঁর স্পষ্ট হুঁশিয়ারি ভুল সংশোধন না করলে হাজার মিটিং করেও কিছু হবে না।

মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকা নিয়ে প্রশ্ন

মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকা নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেন, মালদায় তৃণমূল আসন পায়নি, যদিও তিনি বারেবারে গিয়েছেন সেখানে। তাঁর প্রশ্ন, মালদহের মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা নেই কেন। কোথায় দুর্বলতা, প্রশ্ন করেন তিনি।

মুর্শিদাবাদ পারল, মালদহ পারল না

মুর্শিদাবাদ পারল, মালদহ পারল না

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সংগঠনের নিরিখে মুর্শিদাবাদ পারলেও, মালদহ পারল না। প্রসঙ্গত মালদহের দুটি লোকসভা আসনের একটি পেয়েছে বিজেপি, অপরটি কংগ্রেস। কিন্তু মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ গিয়েছে তৃণমূলের দখলে আর বহরমপুর গিয়েছে কংগ্রেসের দখলে।

 একসঙ্গে কাজ করলে ১২ আসন

একসঙ্গে কাজ করলে ১২ আসন

একসঙ্গে কাজ করলে মালদহের ১২ টি বিধানসভা আসন দখল করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইচ্ছে করলে ১০ জন নেতাকে ডেকে মিটিং করতেন, কিন্তু যতক্ষণ মালদহ পুনরুদ্ধার না হচ্ছে ততদিন তিনি কা করবেন না বলে জানিয়েছেন।

English summary
Mamata Banerjee has given tips to her party comrades how to recover Malda from opposition. He also warns his party leaders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X