For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ লক্ষ পরিবারকে ‘আশ্রয়’ দিলেন মমতা, এবার থেকে দু’বারেই মিলবে অনুদানের টাকা

বাংলার ৫ লক্ষ পরিবারকে আশ্রয় দিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে চারবার নয়, দুবারেই এই অনুদানের টাকা মিলবে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের আগে ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেছিলেন আগেই, সোমবার নেতাজি ইন্ডোরের সরকারি মঞ্চ থেকে বাংলার মানুষকে আশ্রয় দিলেন মুখ্যমন্ত্রী। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেকের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে চারবার নয়, দুবারেই এই অনুদানের টাকা মিলবে। সরকারি অনেক বাধ্য-বাধকতা থাকে, তা সত্ত্বেও সাধারণের সুবিধার্থে নিয়ম লঘু করছে রাজ্য।

৫ লক্ষ পরিবারকে ‘আশ্রয়’ দিলেন মমতা, এবার থেকে দু’বারেই মিলবে অনুদানের টাকা

[আরও পড়ুন:বাস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, ঘটনাস্থলের পথে মুখ্যমন্ত্রী][আরও পড়ুন:বাস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, ঘটনাস্থলের পথে মুখ্যমন্ত্রী]

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজে হাতে মানুষের হাতে বাড়ির তৈরির অনুদানের টাকা তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি মুর্শিদাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাবেন বলে কর্মসূচি কাটছাঁট করে বেরিয়ে পড়েন। অনুষ্ঠানে ছিলেন মাত্র ১০ মিনিট। তার মধ্যেই তিনি সাধারণের জন্য তাঁর সরকার যে দরাজ, তা জানিয়ে যান।

তিনি বলেন, 'উলুবেড়িয়া ও নোয়াপাড়াতে উপনির্বাচন হচ্ছে। সেই কারণে হাওড়া ও উত্তর ২৪ পরগনার মানুষের হাতে এই অনুদান তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। সেইসঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়া মুর্শিদাবাদের মানুষের জন্য অন্যদিন এই প্রকল্পের অনুদান তুলে দেওয়া হবে।'

তাঁর কথায়, 'ইতিমধ্যেই বাংলায় আমরা ২৫ লক্ষ বাড়ি দিয়েছি। গীতাঞ্জলি ও বাংলা আবাস যোজনার আওতায় মাথা গোঁজবার ঠাঁইটুকু পেয়েছেন। আমরা আরও ৫ লক্ষ মানুষের হাতে অনুদানের টাকা তুলে দিচ্ছি।' সামান্য এই টাকা যাতে তাঁরা চারবারের পরিবর্তে দু'বারে পান, সেই ব্যবস্থাও করা হবে বলে নিশ্চয়তা দিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'শুধু বাড়ি নয়, এলাকার রাস্তাঘাটেও দিকেও তাঁর সরকার সমান নজর দিয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নদিয়ায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৮ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হবে একই দিনে।' সেইসঙ্গে তিনি জানান, 'আমরা একশো দিনের কাজে প্রথম হয়েছি। ১০০ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছি আমরা। আমরা মানুশের পাশে থাকতে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছি। বাংলার মানুষের উন্নয়নের জন্য আমার সরকার দায়বদ্ধ।'

এদিনের অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদের দুর্ঘটনায় নিহতদের পারিবার ও আহতদের ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। দুর্ঘটনাগ্রস্থ স্বল্প আহতদেরও ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে তিনি জানান।

[আরও পড়ুন:উৎসবের মেজাজে শুরু, বেলা বাড়তেই সিপিএমের কায়দা উলুবেড়িয়া-নোয়াপাড়া ভোটে][আরও পড়ুন:উৎসবের মেজাজে শুরু, বেলা বাড়তেই সিপিএমের কায়দা উলুবেড়িয়া-নোয়াপাড়া ভোটে]

English summary
Chief Minister Mamata Banerjee has donated to 5 lakhs families for home. She announces beneficiaries will get money in two times
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X