For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বিহনে কী হবে তৃণমূলের! দলের উত্তরাধিকারী স্থির করে ফেলেছেন নেত্রী

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দিলেন। শুক্রবার হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলনের মঞ্চ থেকে দলের উত্তরাধিকারী স্থির করে দিলেন নেত্রী।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে! তা নিয়ে রাজনৈতিকমহলে কম চর্চা চলে না। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়রথ যখন তরতরিয়ে এগিয়ে চলেছে, তখনও অবধারিত সেই কথাটা বারবার উঠে পড়ে। তবে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দিলেন। শুক্রবার হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলনের মঞ্চ থেকে দলের উত্তরাধিকারী স্থির করে দিলেন নেত্রী।

তৃণমূলের উত্তরাধিকারী স্থির করে ফেলেছেন মমতা

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিযেক বন্দ্যোপাধ্যায় আগেই বলে গিয়েছেন, 'তাঁদের দলে কোনও সেকেন্ড, থার্ড বা ফোর্থ নেতা নেই। তাঁদের দলে একজনই নেত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই কর্মী।' তিনি দলের সমস্ত শাখা নেতাদের এক হয়ে চলতে পরামর্শ দেন।

আর অভিষেকের পরই এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, তিনি আগামী ৩০ বছরের জন্য দল তৈরি করে দিয়েছেন। তিনি বলেন, 'যাঁরা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কী হবে তৃণমূলের! তাঁরা ভুল ভাবছেন। আমার দলের বর্তমান যেমন তৈরি, ভবিষ্যৎও তৈরি।'

তৃণমূলের উত্তরাধিকারী স্থির করে ফেলেছেন মমতা

মমতার কথায়, 'তৃণমূলে তিনি একা সিদ্ধান্ত নেন না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবাই মিলেই নেন। সুব্রতদা রয়েছেন, পার্থদা রয়েছেন, সবাই রয়েছেন। সবাই যে যাঁর দায়িত্ব পালন করেন। এইভাবেই একটা দল চলে। আর ভবিষ্যৎ? ভবিষ্যৎও তৈরি। শুভেন্দু আছে, অভিষেক আছে, আরও অনেকে আছে। ওঁদেরকে তৈরি করেছি দলের ভবিষ্যতের জন্য। ওঁরাও ওঁদের ভবিষ্যৎ তৈরি করে যাবে।'

দলনেত্রী এদিন বলেন, 'মমতা বন্যোওঁপাধ্যায় না থাকলেও তৃণমূল থাকবে। সর্বোপরি তৃণমূল দলটা তৈরি হয়েছে মানুষের জন্য। এই দলটা বঞ্চিত-নিপীড়িত মানুষের। মানুষই এই দলকে বুকে করে আগলে রাখবেন। আমি মরে গেলেও বহাল তবিয়তে এই দল থাকবে। তৃণমূলের ভবিষ্যৎ সুনিশ্চিত।'

মমতার এদিনের কথায় একপ্রকার স্পষ্ট, তাঁর অবর্তমানে দলের ব্যাটন অভিষেক ও শুভেন্দুর হাতে থাকবে। সেইসঙ্গে মমতা এদিন বলেন, তৃণমূল কংগ্রেস কোনও জনবিরোধী অবস্থান নেবে না। মানুষের পাশে থেকে মানুষের জন্যে এই দল কাজ করে যাবে। এটাই তাঁদের আদর্শ। এই আদর্শই তিনি দলের প্রতিটি নেতার মনে গেঁথে দিয়েছেন। যাঁরা এই আদর্শ থেকে বিচ্যুৎ হবেন, তাঁদের এই দলে কোনও ঠাঁই নেই বলেও এদিন জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee has cleared future of Trinamool Congress. She informs Suvendu and Abhishek are inheritors of TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X