জন্মাষ্টমী উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানালেন মমতা

অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, "সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। ভগবান কৃষ্ণের স্বর্গীয় আশার্বাদ ঝরে পড়ুক আপনাদের জীবনে। আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্থ জীবন। আসুন ঐক্যের কথা বলি, ঐক্যবদ্ধভাবে চিন্তাভাবনা করি।"
<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/744014118999265" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/744014118999265">Post</a> by <a href="https://www.facebook.com/MamataBanerjeeOfficial">Mamata Banerjee</a>.</div></div>
প্রসঙ্গত, জন্মাষ্টমী উপলক্ষে এ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় পূজাপাঠের আয়োজন করা হয়। ঘরে-ঘরে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। রাজ্যের বাইরে বিশেষত হিন্দি বলয়ে যথারীতি ধুমধাম করে পালিত হয়েছে জন্মাষ্টমী। মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে ছিল 'দহি হান্ডি' প্রতিযোগিতা। মথুরা ও বৃন্দাবনে তিলধারণের জায়গা ছিল না। সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লাইন।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখও দেশের মানুষকে শুভেচ্ছা জানান।