For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের সঙ্গে CBI-ED সংঘাতেও খুশির খবর! পঞ্চায়েতি রাজ দিবসে ১৪ টি রাষ্ট্রীয় পুরস্কার পেল মমতার সরকার

কেন্দ্রের সঙ্গে সিবিআই-ইডি নিয়ে সংঘাত রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারের। এর ওপরে ১৮ দিনে ৫ টি মামলার তদন্তের ভার হাইকোর্টের (high court) তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দেওয়া

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের সঙ্গে সিবিআই-ইডি নিয়ে সংঘাত রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারের। এর ওপরে ১৮ দিনে ৫ টি মামলার তদন্তের ভার হাইকোর্টের (high court) তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে পঞ্চায়েতি রাজ (Panchayati Raj) নিয়ে ১৪ টি রাষ্ট্রীয় পুরস্কার (award) পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা এক এককালীন রেকর্ড।

 পঞ্চায়েত ব্যবস্থায় দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ

পঞ্চায়েত ব্যবস্থায় দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু বাম আমলে। সেই সময়ে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে গত ১১ বছরেও। বাংলার বর্তমান সরকারের দাবি যে কাজ এখানে হয়, তা অন্য কোথাও হয় না। এর আগে রাজ্যেও এইরকম কাজ হয়নি। ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এবার সর্বভারতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। এর মধ্যে যেমন পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার রয়েছে, ঠিক তেমনই রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কারও। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ এভাবেই উৎকর্ষতার লক্ষ্যে এগিয়ে যাবে।

যেসব পঞ্চায়েত পুরস্কার পেয়েছে

যেসব পঞ্চায়েত পুরস্কার পেয়েছে

  • পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের বিজুর-২ গ্রাম পঞ্চায়েত শিশুবান্ধ গ্রা পঞ্চায়েত অ্যাওয়ার্জ পেয়েছে।
  • উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-১ ব্লকের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েত পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড।
  • বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত পেয়েছে রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার।
পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে যেসব জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি

পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে যেসব জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি

  • দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদ পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার পেয়েছে।
  • উত্তর ২৪ পরগনার বসিরহাট পঞ্চায়েত সমিতি এবং পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ পঞ্চায়েত সমিতি এই পুরস্কার পেয়েছে।
৭ টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার

৭ টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার

  • বাঁকুড়া জেলা পত্রসায়র ব্লকের বলসি ২ গ্রাম পঞ্চায়েত।
  • প্রাকৃতিক সম্পদ থিম করে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেয়েছে।
  • স্যানিটেশন থিম করে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের বোহার ১ গ্রাম পঞ্চায়েত পুরস্কার পেয়েছে।
  • রেভিনিউ জেনারেশন থিম করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর পঞ্চায়েত।
  • প্রাকৃতিক সম্পদ থিম করে পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েত।
  • দুর্যোগ মেকাবিলার থিম করে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ১ ব্লকের মছলন্জপুর ১ গ্রাম পঞ্চায়েত।
  • পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েত ।

প্রতীকী ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা! পরিস্থিতি ২০২১-এর অক্টোবরের মতোরাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতে ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা! পরিস্থিতি ২০২১-এর অক্টোবরের মতো

English summary
Mamata Banerjee Govt got 14 all India Prize on Panchayti Raj from Modi Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X