For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন আইপিএসকে নিয়ে অনড় রাজ্য, কেন্দ্রের সঙ্গে ভার্চুয়ালেও জট কাটল না

জেপি নাড্ডার সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারের ডেপুটেশন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে কোনও সমাধান সূত্র বের হল না। শুক্রবার কেন্দ্র-রাজ্য ভার্চুয়াল বৈঠকের পরও জট অব্যাহত রয়ে গেল।

  • |
Google Oneindia Bengali News

জেপি নাড্ডার সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারের ডেপুটেশন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে কোনও সমাধান সূত্র বের হল না। শুক্রবার কেন্দ্র-রাজ্য ভার্চুয়াল বৈঠকের পরও জট অব্যাহত রয়ে গেল। কেন্দ্র তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছিল, তা মানতে নারাজ রাজ্য। আর তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।

তিন আইপিএসকে নিয়ে অনড় রাজ্য, কাটল না জট

শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক হয় রাজ্যের সঙ্গে কেন্দ্রের। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্র্াসচিব অজয় ভাল্লার বৈঠকেও সমাধান সূত্র মিলল না। ১০ ডিসেম্বর জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে মূলত আলোচনা হয়। এই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী, দক্ষিণবঙ্গের এডিজি রাজীব মিশ্র, জায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে দিল্লিতে তলব করা হয়।

রাজ্য তাঁদের অব্যহতি দিতে চায়নি। এরপর তিন আধিকারিককে ডেপুটেশনে চায় কেন্দ্র। তিনদনেরই নতুন পোস্টিংয়ের কথা জানানো হয় চিঠিতে। প্রবীণ ত্রিপাঠীকে পাঠানো হয় এসএসবিতে। আইটিবিপিতে নতুন পদ দেওয়া হয় দক্ষিণবঙ্গের এডিজি রাজীব মিশ্রকে। আর ভোলানাথ পাণ্ডেকে পাঠানো হয় পুলিশ রিসার্চ ব্যুরোতে।

English summary
Mamata Banerjee Government stands for three IPSs in a virtual meeting with Center.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X