For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছুটি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, সংশোধিত লিভ রুলে বাড়তি সুবিধা শিক্ষক-অধ্যাপকদের

ছুটি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, সংশোধিত লিভ রুলে বাড়তি সুবিধা শিক্ষক-অধ্যাপকদের

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক-অধ্যাপকদের ছুটি নিয়ে বড় ঘোষণা করল রাজ্য। সংশোধিত হল লিভ রুল। স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর এবার কোয়ারেন্টাইন লিভের আওতায় আনল সরকারি নিয়ন্ত্রিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক ও অধ্যাপিকাদের। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা দফতর।

কোয়ারেন্টাইন লিভ নামে বাড়তি ছুটি

কোয়ারেন্টাইন লিভ নামে বাড়তি ছুটি

রাজ্য সরকারের এই ঘোষণার পর এবার থেকে শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপর-অধ্যাপিকারা কোয়ারেন্টাইন লিভ পাবেন। অর্থাৎ করোনা আক্রান্ত হয়ে কোনও শিক্ষক-শিক্ষিকা বা অধ্যাপক-অধ্যাপিকাদের যদি কোয়ারেন্টাইনে থাকতে হয়, তবে তা কোয়ারেন্টাইন লিভের আওতায় আসবে। অর্থাৎ কোয়ারেন্টাইন লিভ নামে তাঁদের বাড়তি ছুটি অ্যালটমেন্ট হল এবার থেকে।

পাঁচটি সংক্রামক রোগ ছুটির আওতায়

পাঁচটি সংক্রামক রোগ ছুটির আওতায়

রাজ্যের স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, লিভ রুলের আওতায় পাঁচটি সংক্রামক রোগকে আনা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে SARS, MARS, COVID-19, AVIAN INFLUENZA (H5N1), CRIMEAN CONGO HAEMORRHAGIC FEVER (CCHF)- এই পাঁচটি রোগ লিভ রুলেও আওতায় থাকছে।

রাজ্য সরকারের নয়া ছুটি বিধানে সুবিধা

রাজ্য সরকারের নয়া ছুটি বিধানে সুবিধা

এতদিন সরকারি কর্মচারীরা শুধু এই কোয়ারেন্টাইন লিভের সুবিধা পেতেন। এবার থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকারাও পাবেন লিভের সুবিধা পাবে। রাজ্য সরকারের নয়া ছুটি বিধানের পর এবার সেই সুবিধা পাবেন তাঁরাও। তবে কতদিনের কোয়ারেন্টাইন লিভ পাবেন, তাঁরা তা এখনও স্পষ্ট নয়।

কোয়ানেন্টাইন লিভ দেওয়া হবে শিক্ষক-শিক্ষিকাদের

কোয়ানেন্টাইন লিভ দেওয়া হবে শিক্ষক-শিক্ষিকাদের

রাজ্য সরকার জানিয়েছে, কত দিনের কোয়ারেন্টাইন লিভ পাবেন, তা নির্ভর করবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকার উপর। কোয়ারেন্টাইন লিভের জন্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা রয়েছে, তা মেনেই শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকাদের কোয়ানেন্টাইন লিভ দেওয়া হবে। তা রাজ্য সরকারের জারি করা নির্দেশিকাতেই উল্লেখ রয়েছে।

কোয়ারেন্টাইন লিভ মঞ্জুর হবে যে পদ্ধতিতে

কোয়ারেন্টাইন লিভ মঞ্জুর হবে যে পদ্ধতিতে

রাজ্যে মোট ৫ লক্ষ স্কুল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা রয়েছেন। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কোয়ারেন্টাইন লিভ তখনই মঞ্জুর হবে, যখন স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বা অধ্যক্ষা বা উপাচার্য অনুমোদন দেবেন।

রাজ্যে করোনা আবহে নির্দেশিকা জারি

রাজ্যে করোনা আবহে নির্দেশিকা জারি

রাজ্যে করোনা সংক্রমণের হার যে হারে বাড়ছে, সেদিকে লক্ষ্য রখেই সরকার এই নির্দেশিকা জারি করল। এর ফলে রাজ্যের শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকাদের বিশেষ সুবিধা হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধের নির্দেশ দিয়েছে। শুধু প্রশাসনিক কাজকর্মের জন্য ৫০ শতাংশের উপস্থিতি রাখতে হবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। সে ক্ষেত্রে ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকা ও অধ্যাপক-অধ্যাপিকাদের উপস্থিতি জরুরি। এতদিন এই ছুটি না থাকায় অন্যান্য ছুটি কাটা যেত তাঁদের।

১৪ দিন নয়, কমল আইসোলেশনের সময়সীমা? করোনা সংক্রমিতদের জন্য নতুন গাইডলাইন জারি কেন্দ্রের১৪ দিন নয়, কমল আইসোলেশনের সময়সীমা? করোনা সংক্রমিতদের জন্য নতুন গাইডলাইন জারি কেন্দ্রের

English summary
Mamata Banerjee Government issues a new leave rule for quarantine for teachers and professors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X