For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের, মমতার সরকারের সিদ্ধান্ত সুখবর নিয়ে এল অবশেষে

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়ল। শুক্রবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল বেতন বাড়ানোর সিদ্ধান্ত।

Google Oneindia Bengali News

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর পড়ল। শুক্রবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল বেতন বাড়ানোর সিদ্ধান্ত। শিক্ষকদের আন্দোলনে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের বেতন প্রাথমিক স্তরে ১৯০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,৫০০ টাকা করা হল।

বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের, মমতার সরকারের সিদ্ধান্ত সুখবর নিয়ে এল অবশেষে

এদিন বিজ্ঞপ্তি জারি করে সরকারে পক্ষ থেকে ঘোষণা করা হল- প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বেড়ে হল ৩৬০০। এই বৃদ্ধি প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের জন্য। আর অপ্রশিক্ষিতদের গ্রেড পে হল ২৯০০। আগে গ্রেড পে ছিল ২৩০০ টাকা। প্রাথমিক শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ১ অগাস্ট থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে।

প্রাথমিক শিক্ষকরা সল্টলেকের বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তাঁদের দাবি, অন্য রাজ্যের মতো বেতন পরিকাঠানো চালু করতে হবে। উল্লেখ্য, অন্যান্য রাজ্যের প্রাথমিক শিক্ষকরা ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা বেতন পেয়ে থাকেন। রাজ্যে তারা ৫,৪০০ থেকে ২৫,৪০০ টাকা বেতন ক্রমের আওতায় রয়েছেন।

সম্প্রতি আন্দোলনকারীদের শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এই বেতন বৈষম্য নিয়ে ভেবে দেখার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে নির্দিষ্ট করে কোনও আশ্বাস দিতে পারেননি তিনি। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে নাম না করে ক্ষোভ উগরে দেন। সাফ জানিয়ে দেন, কেন্দ্রের হারে বেতন চাইলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন। শেষপর্যন্ত রাজ্য সরকার আর্থিক ক্ষমতা দেখে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল।

English summary
Mamata Banerjee government decides to increase salary of Primary teachers. School education department issues the notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X