For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের জন্য আরও একটি সুখবর দিল মমতার সরকার, ধার্য হল নতুন ছুটি

সরকারি কর্মীদের জন্য আরও একটি সুখবর দিল মমতার সরকার, ধার্য হল নতুন ছুটি

Google Oneindia Bengali News

সরকারি কর্মীদের জন্য আরও একটি ছুটি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার নবান্নের তরফে ঘোষণা করা হল নতুন ছুটি। সরকারি কর্মীদের জন্য রাখি পূর্ণিমায় ছুটি দিল রাজ্য। আগামী শুক্রবার সরকারি কর্মীরা ছুটি পাবেন এক দিনের জন্য। রাখিবন্ধনের উৎসব পালনের জন্যই এই ছুটি বরাদ্দ হল রাজ্য সরকারের তরফে।

ছুটির বিজ্ঞপ্তি নবান্নের

ছুটির বিজ্ঞপ্তি নবান্নের

আগামী ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখি পূর্ণিমা। ওইদিন রাজ্য সরকারিকর্মীদের জন্য ছুটি ঘোষণা করে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, ১১ অগাস্ট বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস ও স্কুল ছুটি থাকবে। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে।

রাখিবন্ধনে ছুটি ১১-ই

রাখিবন্ধনে ছুটি ১১-ই

শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে মূলত দিদি ও বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় রাখি বাঁধেন। তবে শুধু তাতেই সীমাবদ্ধ নয় এই উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। অনেকে নানা উৎসবে অংশগ্রহণ করেন সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে। এই দিনটিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চান তাঁরা। সরকারির কর্মীদের সুখবর দিয়ে সেই কারণেই নবান্নের তরফে ছুটি ঘোষণা করা হল এদিন।

করোনার কোপে উৎসব

করোনার কোপে উৎসব

বিগত দু-আড়াই বছর ধরে করোনার কোপে পড়ে অনেক উৎসব মাটি হয়েছে। বাংলা-সহ গোটা দেশই ঘরবন্দি হয়ে পড়েছিলেন। এ বছর মানুষ ফের বেরোতে শুরু করেছেন। বিভিন্ন উৎসবে এবার স্বভাবতই উন্মাদনা বেশি। বাঙালি আবার বেশি উৎসবপ্রেমী। সেই বিষয়টি মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মীদের ছুটি ঘোষণা করেন।

উৎসবে সচেতনতার বার্তা

উৎসবে সচেতনতার বার্তা

রাখি পূর্ণিমায় ছুটি ঘোষণার পাশাপাশি নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সচেতনতা মেনে উৎসবে শামিল হতে হবে। খুশি বা আনন্দে মাতোয়ারা হতে গিয়ে যাতে বিপদ ধেয়ে না আসে, তার জন্য সাবধান করে দেন বিশেষজ্ঞরা। বাইরে বা ভিড় এলাকায় গেলে মস্ক পরা জরুরি করে দেওয়া হয়েছে।

সতর্কতার বার্তা বিশেষজ্ঞদের

সতর্কতার বার্তা বিশেষজ্ঞদের

করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে। যে কোনও উৎসবে অংশগ্রহণ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। রাখিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা। রাখিবন্ধনের পাশাপাশি অন্যান্য উৎসবেও সতর্ক থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

আরও ছুটি অগাস্টে

আরও ছুটি অগাস্টে

রাখিবন্ধনে ছুটির পাশাপাশি অগাস্ট মাসে একাধিক ছুটি রয়েছে। মহরমের ছুচটি রয়েছে এ মাসেই। মোট ১৮ দিন ছুটি ব্যাঙ্কের। তবে শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্য মিলিয়ে এই ১৮ দিন ব্যাঙ্ক ছুটি অগাস্টে। মহরমের পর রাখিবন্ধন, তারপর স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। তারপর রয়েছে জন্মাষ্টমীর ছুটি।

মোদী সকাশে একান্ত আলাপচারিতায় মমতা, বকেয়া ছাড়াও কী কী বিষয় উঠে এল বৈঠকেমোদী সকাশে একান্ত আলাপচারিতায় মমতা, বকেয়া ছাড়াও কী কী বিষয় উঠে এল বৈঠকে

English summary
Mamata Banerjee government announces a holiday for employees on Raksha Bandhan festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X