For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় শিল্পের অন্তর্জলি যাত্রা, শিল্প ধরতে সিঙ্গাপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
কলকাতা, ২২ জুলাই: বাংলায় একের পর এক কারখানায় গণেশ ওল্টাচ্ছে। কখনও শাসক দলের মস্তানি, কখনও বা জঙ্গি শ্রমিক আন্দোলনের জেরে পাততাড়ি গোটাচ্ছেন শিল্পপতিরা। তবুও হাল ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পুঁজি টানতে আগামী ১৭ অগস্ট সিঙ্গাপুর পাড়ি দিচ্ছেন তিনি। ২২ অগস্ট ফিরবেন কলকাতায়।

শিল্পে বাংলায় পতন শুরু হয়েছিল বাম জমানাতেই। ক্ষমতায় আসার আগে বন্ধ কলকারখানা খোলার পাশাপাশি শিল্পে নতুন বিনিয়োগের কথা বলেছিল তৃণমূল কংগ্রেস। বাস্তবে দেখা যাচ্ছে, বন্ধ কারখানা খোলার তেমন লক্ষণ নেই। জেসপ, হিন্দুস্তান মোটরস, শালিমার পেন্টসের মতো নামী কোম্পানিও লাল বাতি জ্বেলেছে। এই অবস্থায় সিঙ্গাপুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলে শিল্পপতিদের বিনিয়োগে রাজি করাবেন, তা নিয়ে তৈরি হয়েছে অসীম কৌতূহল। বিশ্বস্ত সূত্রে খবর, খাদ্য প্রক্রিয়াকরণ, শিক্ষা,স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানানো হবে বিদেশি শিল্পপতিদের।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হবেন শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব সঞ্জয় মিত্র প্রমুখ। বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি রিপোর্ট বানানো হয়েছে। সেখানে বোঝানো হয়েছে, বাংলায় বিনিয়োগ করলে কীভাবে এবং কতটা লাভ হবে শিল্পপতিদের। আসলে কিছুদিন আগে সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটির কর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। অন্ডালে বিমাননগরী গড়ার কাজে এরাই বিনিয়োগ করেছে। এই কর্তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গাপুর যাওয়ার পরামর্শ দেন।

জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যও মুখ্যমন্ত্রী থাকাকালীন শিল্প ধরতে বিদেশ যেতেন। তাতে খুব একটা কাজ হয়নি কখনও। বিরোধীরা সেই সময় এই সফরকে ঠাট্টা করে 'প্রমোদ ভ্রমণ' বলত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেটা হয় কি না, তা সময়ই বলবে।

English summary
Mamata Banerjee going to Singapore to search possible investors for Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X