For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন ‘সেনাপতি’ শুভেন্দুর চ্যালেঞ্জ নিলেন স্বয়ং মমতা, এবার বোঝাবেন নন্দীগ্রাম কার

প্রাক্তন ‘সেনাপতি’ শুভেন্দুর চ্যালেঞ্জ নিলেন স্বয়ং মমতা, এবার বোঝাবেন নন্দীগ্রাম কার

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর দলবদলের পর এখন তরজা শুরু হয়েছে নন্দীগ্রাম নিয়ে। 'নন্দীগ্রাম, তুমি কার'। এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইলেজ দিয়েছিল। শুভেন্দুর ঘটিয়েছিল উত্থান। পরিবর্তনের পথ প্রশস্ত করে মমতাকে ক্ষমতায় এনেছিল নন্দীগ্রাম।

ভূমিপুত্র ছিলেন, তাই মমতা নিজে আসেননি

ভূমিপুত্র ছিলেন, তাই মমতা নিজে আসেননি

শুভেন্দু বিজেপিতে যোগ দিয়ে এই নন্দীগ্রাম আন্দোলনকে হাইজ্যাক করে নিতে চাইছেন। শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েই নন্দীগ্রামকে নিজেদের গড় হিসেবেই ধরে রাখতে চাইছেন। শুভেন্দু তৃণমূলের একজন শীর্ষনেতা ছিলেন, এখানকার ভূমিপুত্র ছিলেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসেননি। এবার থেকে তিনি দেখবেন নন্দীগ্রাম।

মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ প্রাক্তনী শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ প্রাক্তনী শুভেন্দুর

শুভেন্দু দল ছাড়ার পরই তিনি আসবেন বলে দিন নির্ধারণ হয়ে গিয়েছিল। কিন্তু দলের কার্যনির্বাহী জেলা সভাপতি অখিল গিরির অসুস্থতা বাধ সাধে মমতার সভায়। তারপর শুভেন্দু সভা করে জানিয়েছিলেন, তিনি সভা করবেন জেনেই ভয় পেয়ে পগার পার হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তারপর আমি আবার আসব।

শুভেন্দুর চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রাম যাচ্ছেন মমতা

শুভেন্দুর চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রাম যাচ্ছেন মমতা

নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের সঙ্গে সম্মুখ সমরে নেমেছেন শুভেন্দু অধিকারী। কিছুতেই নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব তিনি তৃণমূলকে দিতে রাজি নন। অধিকারী পরিবারের জন্যই নন্দীগ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু। তৃণমূলকেই তিনি দ্বিতীয় করে ছাড়বেন বলে হুঙ্কারও ছেড়েছেন। সেই প্রেক্ষাপটেই নন্দীগ্রাম যাচ্ছেন মমতা।

শুভেন্দুর গড় নন্দীগ্রামে গিয়ে কী বার্তা দেন মমতা

শুভেন্দুর গড় নন্দীগ্রামে গিয়ে কী বার্তা দেন মমতা

শুভেন্দুর কড়া চ্যালেঞ্জ নিয়েই নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি নন্দীগ্রামে তিনি সভা করবেন। এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার তাঁর ভরসাযোগ্য প্রাক্তন সেনাপতির বিরুদ্ধে মুখ খুলবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনি শুভেন্দুর গড় নন্দীগ্রামে গিয়ে কী বার্তা দেন এবং কত মানুষের জমায়েত করেন, এখন সেদিকেই চেয়ে রয়েছেন বিশেষজ্ঞরা।

মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু

মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী ২০২০-র ১৯ ডিসেম্বর যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এ ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা জানিয়েছিলেন। মমতার সভাকে চ্যালেঞ্জ জানিয়ে ৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। ৮ জানুয়ারির ওই সভা থেকে মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু।

হাই ব্লাডপ্রেসার, মাথা তুলতে পারছিলেন না, রোড শোয়ে না যাওয়ার সাফাই বৈশাখীর, শোভনের কারণ কী?হাই ব্লাডপ্রেসার, মাথা তুলতে পারছিলেন না, রোড শোয়ে না যাওয়ার সাফাই বৈশাখীর, শোভনের কারণ কী?

English summary
Mamata Banerjee goes to Nandigram to accept challenge of ex leader Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X