For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে ইভিএম পাহারা দিতে হবে নেতা-কর্মীদের, একুশের ভোটে টোটকা মমতার

কীভাবে ইভিএম পাহারা দিতে হবে নেতা-কর্মীদের, একুশের ভোটে টোটকা মমতার

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন সুদূর নন্দীগ্রামে। সেখানে মহাসংগ্রাম একদা তাঁর প্রধান সেনাপতিদের মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাই গোটা বাংলার নজর এখন সেই নন্দীগ্রামের দিকে। সেই নন্দীগ্রামের ভোটের আগে কাঁথির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করার টোটকা দিলেন তৃণমূলের নেতা-কর্মীদের।

ভোটে জিততে হলে পাহারা দিতে হবে ইভিএম

ভোটে জিততে হলে পাহারা দিতে হবে ইভিএম

কাঁথির নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু প্রচার করলেই হবে না কিংবা ভোট করালেই হবে না। তাঁর কথায়, ভোটে জিততে হলে পাহারা দিতে হবে ইভিএম। তার জন্য ভোটের পর ইভিএম চেক করা পর্যন্ত নেতা-কর্মীদের কড়া পাহারা দিতে হবে। তা না হলে সব লড়াই জলে চলে যেতে পারে।

কীভাবে ইভিএম পাহারা দিতে হবে, টোটকা মমতার

কীভাবে ইভিএম পাহারা দিতে হবে, টোটকা মমতার

তৃণমূল সুপ্রিমো কাঁথির মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ইভিএম পাহারা দিতে হবে সর্বত্র। কীভাবে ইভিএম পাহারা দিতে হবে, তাও বুঝিয়ে দেন মমতা। শুধু প্রচারে জোর দিলেই হবে না। ভোট করাতে হবে। কীভাবে ভোট করাতে হবে তার টোটকাও দিলেন। পাহারা দেওয়ার সময় কিছু খাবেন না। খাবারের অনুরোধ বর্জন করতে হবে। পুলিশ বলবে আপনারা চলে যান। পুলিশ পুলিশের কাজ করবে, আপনারা আপনাদের কাজ করবেন।

ওঁরা ঘরে ঘরে ঢুকে সিঁদ কাটছে, সাবধান করলেন মমতা

ওঁরা ঘরে ঘরে ঢুকে সিঁদ কাটছে, সাবধান করলেন মমতা

কাঁথির মঞ্চ থেকে অখিল গিরিদের ধমকের সুরেই আরও সজাগ থাকতে বলেন মমতা। আরও সক্রিয় হতে নির্দেশ দেন মমতা। কাঁথির মঞ্চ থেকে অখিল গিরিদের ধমক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও নেতাই গলা মিলিয়ে স্লোগান দিচ্ছেন না। তাহলে ওঁরা যে ঘরে ঘরে ঢুকে সিঁদ কাটছে তা রুখবেন কী করে!

অধিকারীদের ছাড়া মেদিনীপুরে তাঁর গুরুত্ব কতটা

অধিকারীদের ছাড়া মেদিনীপুরে তাঁর গুরুত্ব কতটা

অধিকারী পরিবার মমতার পাশে থেকে সরে যাওয়ায় এখন অখিল গিরিরাই ভরসা। এতদিন অধিকারী পরিবারের আড়ালে পড়ে গিয়েছিলেন অখিল গিরিরা। এবার তাঁদের সামনে এসে নিজেদের জাহির করার পালা। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মেদিনীপুরে শুভেন্দু অধিকারীদের উপর ছেড়ে রেখেছিলেন। তাঁদের চোখ দিয়ে দেখতেন। এবার তিনি নিজের চোখে দেখার চেষ্টা করছেন, চেষ্টা করছেন অধিকারীদের ছাড়া মেদিনীপুরে তাঁর গুরুত্ব কতটা।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

শুভেন্দু-শিশিরকে নিশানায় নিজেকে গাধা বললেন মমতা! কটাক্ষ মোদী-শাহদেরওশুভেন্দু-শিশিরকে নিশানায় নিজেকে গাধা বললেন মমতা! কটাক্ষ মোদী-শাহদেরও

English summary
Mamata Banerjee gives remedies to do guard EVM after voting in Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X